কাঁচা বাদামের গায়ক এবার দাদাগিরিতে


নেট দুনিয়ায় গান গেয়ে ভাইরাল বাদাম বিক্রি করা পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর এবার তুমুল জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’তে যাচ্ছেন। ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় অনুষ্ঠিত এই কুইজ ঘরানার শো ৩১ জানুয়ারি সোমবার শুটিং হওয়ার কথা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই পর্বটি প্রচার হবে।
এর আগে ৩০ জানুয়ারি রোববার দাদাগিরির ক্রিয়েটিভ টিমের সদস্যরা এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে। সেখানেই ভুবন বাদ্যকরকে তারা জানায় ‘দাদাগিরির মঞ্চে দাদার সামনে হাজির হতে হবে’ তাকে। এমন সুর্বণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভুবন। সম্মতি দিয়েছেন তিনি।
ভুবন বলেন, ‘দাদাগিরি দেখাতে যাব। দারুণ আনন্দ হচ্ছে আমার ভাগ্য এতো ভালো। অনেকে টিকিট কেটেও ওনাকে (সৌরভ গাঙ্গুলি) দেখতে পান না, আমি পারব, খুব ভালো লাগছে’।
ভাইরাল বাদাম বিক্রেতার এই গান নানা ভার্সনে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভুবন বাদ্যকর দেশে বিদেশে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেন।
ভুবনের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে। মূলত সেখানকার গ্রামে, বাজারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গানটি গেয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানেই ডাক আসে তার।
ভয়েসটিভি/আরকে