Printed on Mon Jan 24 2022 4:26:35 PM

কাজল কি অন্তঃসত্ত্বা?

অনলাইন ডেস্ক
বিনোদন
অন্তঃসত্ত্বা
অন্তঃসত্ত্বা
অন্তঃসত্ত্বা অভিনেত্রী কাজল আগরওয়াল। সে রকমই ইঙ্গিত মিলল দক্ষিণী অভিনেত্রীর সাম্প্রতিকতম ছবিতে। অনুরাগীদের চোখ এড়াল না মাতৃত্বের আবছা চিহ্ন।

সম্প্রতি ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন ‘সিঙ্ঘম’-এর নায়িকা। সেখানেই তার পেটের স্ফীতি নজরে পড়েছে ভক্তদের। হালকা গোলাপি রঙের গা-চাপা পোশাক পরেছিলেন কাজল। তার উপরে লাল-সাদা ঢিলেঢালা জ্যাকেট। সেই ছবিগুলি ভাগ করে নিয়ে অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তিনি।

কাজল এবং তার স্বামী গৌতম কিচলু অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। কানাঘুষো বলছে, দাম্পত্যের বয়স এক বছর পেরতেই তারা নাকি সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

দক্ষিণী ইন্ডাস্ট্রির খবর, সম্প্রতি একাধিক ছবির সুযোগ ফিরিয়েছেন কাজল। কমল হাসন এবং নাগার্জুনের পরবর্তী দু’টি ছবি নাকচ করে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা বলেই তিনি এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/61364
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ