ফ্রান্সে বিশ্বনবির কার্টুন প্রকাশ: বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ২


শার্লি এবদোতে মহানবি (সাঃ) এর কার্টুন প্রকাশের দায়ে পাকিস্তান থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানালে দেশটির দক্ষিণপন্থি টিএলপি নেতা সাদ রিজভিকে গ্রেফতার করা হয়। এর পরই দেশটির বিভিন্ন শহরে প্রবল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করলে দুই জন নিহত হয়। এ ঘটনায় বহু টিএলপি কর্মী আহত হয়েছে।
পাকিস্তান সরকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল ২০ এপ্রিলের মধ্যে রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। তিনি আবার একই দাবি তোলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রিজভির গ্রেফতারের পর লাহোর, করাচি, ইসলামাবাদে বিক্ষোভ করে তার দলের কর্মী-সমর্থকরা। রিজভির সমর্থকরা লাঠি হাতে রাস্তায় নেমে পড়ে। অনেক জায়গায় তারা রাস্তা অবরোধ করেন। তারপর শুরু হয় টিএলপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।
টিএলপি-র সমর্থকদের দাবি, পাকিস্তানে ধর্মনিন্দা আইনত অপরাধ। শার্লি এবদোতে মহানবি (সাঃ) কার্টুন ছাপিয়ে অপরাধ করেছে। ফরাসি প্রেসিডেন্ট এনিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাদের নেতাকে মুক্তি দিতে হবে।
টিএলপি জানিয়েছে, ২০ এপ্রিলের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার না করলে বিক্ষোভ চলবে। সরকার বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ২০ এপ্রিলের মধ্যে পার্লামেন্টে আলোচনা হবে। সরকারের কথা মানতে রাজি নয় টিএলপি।
সূত্র: ডন
ভয়েস টিভি/এসএফ
পাকিস্তান সরকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল ২০ এপ্রিলের মধ্যে রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। তিনি আবার একই দাবি তোলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রিজভির গ্রেফতারের পর লাহোর, করাচি, ইসলামাবাদে বিক্ষোভ করে তার দলের কর্মী-সমর্থকরা। রিজভির সমর্থকরা লাঠি হাতে রাস্তায় নেমে পড়ে। অনেক জায়গায় তারা রাস্তা অবরোধ করেন। তারপর শুরু হয় টিএলপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।
টিএলপি-র সমর্থকদের দাবি, পাকিস্তানে ধর্মনিন্দা আইনত অপরাধ। শার্লি এবদোতে মহানবি (সাঃ) কার্টুন ছাপিয়ে অপরাধ করেছে। ফরাসি প্রেসিডেন্ট এনিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাদের নেতাকে মুক্তি দিতে হবে।
টিএলপি জানিয়েছে, ২০ এপ্রিলের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার না করলে বিক্ষোভ চলবে। সরকার বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ২০ এপ্রিলের মধ্যে পার্লামেন্টে আলোচনা হবে। সরকারের কথা মানতে রাজি নয় টিএলপি।
সূত্র: ডন
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ