Printed on Mon Oct 18 2021 6:01:09 PM

'কালো' তাই ১১ বার প্রত্যাখ্যান হয়েছিল সানি লিওনের মেয়ে

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
সানি
সানি

এক এক করে দম্পতি আসছেন আর একজন করে অনাথ শিশুকে দত্তক নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু একটি শিশু বার বার সেই তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। ১১ বার একই ঘটনা ঘটে! কারণ শিশুর গায়ের রঙ কালো। সে খুবই রুগ্ন।


কিন্তু ১২ নম্বর দম্পতি এসে সেই শিশুকেই বেছে নেন তাদের সন্তান হিসেবে। সেই দম্পতি সানি লিওনি এবং ড্যানিয়েল ওয়েবার। আর শিশুটি হল নিশা কৌর ওয়েবার। নতুন বাবা-মা তাকে এই নামটিই দিয়েছিলেন।

২০১৭ সালে নিশাকে দত্তক নেন সানি-ওয়েবার। পরবর্তী কালে অনাথাশ্রমের পক্ষ থেকেই এই তথ্য দেয়া হয় যে নিশাকে তার আগে ১১টি পরিবার প্রত্যাখ্যান করেছিল তার গায়ের রঙের জন্য।

অনাথাশ্রম থেকে জানিয়েছে, দম্পতিরা সচরাচর শিশুদের জাত-পাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য, ইত্যাদি দেখে তবে দত্তক নেন। আর সে সবের জন্য বাদ পড়ে যাচ্ছিল নিশা। কিন্তু সাবেক পর্ন-তারকা সে সব পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে নিজের সন্তানের স্থান দিয়েছেন।

নিশাকে দত্তক নেয়ার পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের জন্ম দেন সানি।

তিন সন্তানের বিভিন্ন ছবি বারবার উঠে আসে সানির ইনস্টাগ্রামে। সানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিশা যে তার দত্তক-কন্যা, সে কথা তার কাছ থেকে লুকিয়ে রাখতে চান না।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54538
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ