কাশ্মীরের পক্ষে টুইট: ভারতে হুন্দাইয়ের গাড়ি বয়কটের আহ্বান


হুন্দাই পাকিস্তানের স্থানীয় পার্টনার প্রতিষ্ঠান কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে সংহতি জানিয়ে টুইট করায় বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে ভারতে।
সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুন্দাইয়ের পাকিস্তানি অংশীদার নিশাত গ্রুপের পক্ষ থেকে শনিবার কাশ্মীর সংহতি দিবসে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে কাশ্মীরিদের আত্মত্যাগের স্মরণে পোস্ট দেওয়া হয়।
ভারতে পরদিন এর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। ভারতের হাজারো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হুন্দাইয়ের গাড়ি বয়কটের আহ্বান জানায়।
তাদের বক্তব্য, কয়েক দশকের পুরনো বিরোধ নিয়ে ভারতের জন্য এমন সংবেদনশীল বিষয়ে অযাচিত পোস্ট দেওয়ায় হুন্দাইকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
এর খেসারত দিতে হুন্দাইয়ের গাড়ির অর্ডার বাতিল করার ইচ্ছা প্রকাশ করে অনেকে টাটা, মাহিন্দ্রর মতো দেশীয় ব্র্যান্ডগুলোর দিকে ক্রেতাদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় হুন্দাইয়ের ভারতীয় ইউনিট জানায়, 'সংবেদনশীল বিষয়ের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি আছে এবং আমরা এ ধরনের যে কোনো দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করি।'
হুন্দাই ইন্ডিয়া জানায়, 'সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অযাচিত পোস্ট এই মহান দেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সেবার প্রতি আঘাতস্বরূপ।'
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স সিউলে হুন্দাইয়ের সদর দপ্তর ও পাকিস্তানের নিশাত গ্রুপের সঙ্গে যোগাযোগ করলেও, কোনো সাড়া পায়নি।
ভয়েস টিভি/এসএফ
সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুন্দাইয়ের পাকিস্তানি অংশীদার নিশাত গ্রুপের পক্ষ থেকে শনিবার কাশ্মীর সংহতি দিবসে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে কাশ্মীরিদের আত্মত্যাগের স্মরণে পোস্ট দেওয়া হয়।
ভারতে পরদিন এর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। ভারতের হাজারো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হুন্দাইয়ের গাড়ি বয়কটের আহ্বান জানায়।
তাদের বক্তব্য, কয়েক দশকের পুরনো বিরোধ নিয়ে ভারতের জন্য এমন সংবেদনশীল বিষয়ে অযাচিত পোস্ট দেওয়ায় হুন্দাইকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
এর খেসারত দিতে হুন্দাইয়ের গাড়ির অর্ডার বাতিল করার ইচ্ছা প্রকাশ করে অনেকে টাটা, মাহিন্দ্রর মতো দেশীয় ব্র্যান্ডগুলোর দিকে ক্রেতাদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় হুন্দাইয়ের ভারতীয় ইউনিট জানায়, 'সংবেদনশীল বিষয়ের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি আছে এবং আমরা এ ধরনের যে কোনো দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করি।'
হুন্দাই ইন্ডিয়া জানায়, 'সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অযাচিত পোস্ট এই মহান দেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সেবার প্রতি আঘাতস্বরূপ।'
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স সিউলে হুন্দাইয়ের সদর দপ্তর ও পাকিস্তানের নিশাত গ্রুপের সঙ্গে যোগাযোগ করলেও, কোনো সাড়া পায়নি।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ