Printed on Sun Oct 24 2021 5:29:19 AM

কাশ্মীরে দুর্বৃত্তদের গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
সেনা
সেনা
ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি অভিযানের সময় এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) ৫ সেনা নিহত হয়েছেন।

১১ অক্টোবর সোমবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভোরে সুরানকোটের ডিকেজির কাছে একটি গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।

সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সেখানে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা অভিযানকারী দলের ওপর ব্যাপক গুলি বর্ষণ করে। এতে একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদমর্যাদায় ৪ জন গুরুতর আহত হন। পরে ওই ৫ সেনার মৃত্যু হয়।

এর আগে, আজ জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও বান্দিপোরা জেলায় এনকাউন্টারে ২ দুর্বৃত্ত নিহত এবং ১ পুলিশ সদস্য আহত হন।

এ ছাড়া, বান্দিপোরা জেলার হাজিন এলাকায় সংঘটিত আরেকটি এনকাউন্টারে লস্কর-ই-তাইবার ১ সদস্য নিহত হয়েছেন।

কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার টুইট করেছেন, নিহত ইমতিয়াজ আহমাদ নিষিদ্ধ সংগঠন এলইটি'র (টিআরএফ) সঙ্গে যুক্ত। তিনি বান্দিপোরায় সম্প্রতি সংগঠিত একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55554
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ