Printed on Wed May 25 2022 6:48:40 PM

ইতিহাস গড়া ইনিংসে যেসব কীর্তি গড়লেন হিলি

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
বিশ্বকাপ সুপার লিগ
বিশ্বকাপ সুপার লিগ
নারী বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখিতে প্রথম ইনিংস শেষে অজিরা চালকের আসনে। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অজি মেয়েরা।

অস্ট্রেলিয়া এই বড় পুঁজি পেছনে রয়েছে অ্যালিসা হিলির অবদান।

১৩৮ বলে ১৭০ করে ভেঙেছেন একগাদা রেকর্ড।

ইনিংসের শুরুটা অবশ্য বেশ ধীরেসুস্থেই এগিয়েছেন অ্যালিসা হিলি। ফিফটি ছুঁয়েছেন ৬২ বল। পরের ৫০ করতে অবশ্য লেগেছে মাত্র ৩৮ বল।

সেঞ্চুরির পর হয়েছেন আরও বিধ্বংসী। সেঞ্চুরি পরবর্তী ৩৮ বলে যোগ করেন ৭০ রান। তাতেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংসটি নিজের করে নেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ফাইনালে ১৫০ করেন এই অজি ব্যাটার।

এর আগ পর্যন্ত নারী ও পুরুষ দুই ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৪৯, শ্রীলঙ্কার বিপক্ষে যে কীর্তি অ্যাডাম গিলক্রিস্ট গড়েছিলেন ২০০৭ বিশ্বকাপের ফাইনালে।

এই ১৭০ রানের এই ইনিংসে অ্যালিসা ভেঙেছেন স্যার ভিভিয়ান রিচার্ডস ও রিকি পন্টিংয়েরও রেকর্ড।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/70629
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ