Printed on Sat Dec 04 2021 8:12:47 AM

লোকে কেন বিয়ে করে : মালালা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
কেন বিয়ে
কেন বিয়ে
মঙ্গলবার ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়ে হলো নোবেলজয়ী পাকিস্তানি শিক্ষাকর্মী মালালা ইউসুফজাইয়ের। যুক্তরাজ্য সময় মঙ্গলবার বিকেলে টুইটারে দেয়া এক পোস্টের মাধ্যমে নিজেই এ খবর জানান।

বার্মিংহামে নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে। ২৪ বছর বয়সী মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফর্ম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার আসির মালিক।

এদিকে এ বছরের জুলাইতে ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে মালালা বলেছিলেন, আমি জানি না লোকে কেন বিয়ে করে! যদি দুটো মানুষ একসাথে থাকতেই চায়, তবে এত কাগজপত্রের দরকার কী, একসাথে থাকলেই তো হয়।

এমন মন্তব্যের চার মাসের মধ্যে মালালার বিয়ে করাটা তাই ভক্ত-শুভানুধ্যায়ীদের জন্য বড়সড় চমকই ছিল। তবে বিয়ের আয়োজনে তিনি ছড়িয়েছেন স্নিগ্ধতা। পরেছিলেন টি-পিংকের ওপর সোনালি এম্ব্রয়ডারির কাজ করা সালোয়ার কামিজ।

আরও পড়ুন : বিয়ে প্রসঙ্গে যা বললেন মালালা, সমালোচনা তুঙ্গে

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/58027
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ