Printed on Wed Feb 01 2023 4:25:27 PM

কোহলিকে ‌‘তুলে শক্তি দেখালেন’ আনুশকা

বিনোদন ডেস্ক
বিনোদন
কোহলিকে
কোহলিকে
আনুশকা শর্মার পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আনুশকা শর্মা তুলে ধরেছেন জীবনসঙ্গী ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে। এভাবেই নিজের শক্তির পরিচয় দিলেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী।

মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে একবার আনুশকা বিরাট কোহলিকে পেছন থেকে জাপটে ধরে তুললেন। নিজেরই বিশ্বাস হলো না যে তিনি ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ককে তুলে ধরেছেন। তারপর নিজেকে বিশ্বাস করানোর জন্যই আবারও উঁচু করলেন কোহলিকে।

তার আগে বলে নিলেন, ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব। (কোহলিও মাথা নাড়িয়ে সায় দিয়েছেন যে তিনি নিজে থেকে কোনো সাহায্য করবেন না)।’ বলেই ভারতীয় ক্রিকেট অধিনায়ককে তুলে ফেললেন এই বলিউড তারকা।

তুলে

এই ভিডিওর ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘পেরেছি না?’ এই পোস্টের প্রথম মন্তব্য বিরাট কোহলির। কিছু লেখেননি। কেবল হাসির আর ভালোবাসার ইমোজি এঁকেছেন।

দিয়া মির্জা, মৌনি রায়, জারিন খানসহ অসংখ্য তারকা মন্তব্যে জানিয়েছেন, এই ভিডিও দেখে তাদের মন ভরে গেছে।

আড়াই মাসের বাচ্চাকে রেখে যেদিন ভ্যানিটি ভ্যান থেকে নামলেন আনুশকা, সেদিনই তাকে দেখে অবাক সবাই। মেদ ঝরিয়ে একেবারে ফিট হয়ে ফিরেছেন। পরনে সাদা টি-শার্ট আর নীল ডেনিম ফ্লেয়ার প্যান্ট। চুল খোলা। মুখে মাস্ক। এভাবেই কাজে ফিরলেন হাসিখুশি আনুশকা। তবে এটা ছিল একটা বিজ্ঞাপনের শুটিং।

ভয়েস টিভি/ এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41248
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ