কোহলির শততম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে ভারত


ভিরাট কোহলির শততম টেস্ট; শুধুমাত্র কোহলির জন্যই না, ম্যাচটা বিশেষ ছিল ভারতের জন্যও। আর বিশেষ এই ম্যাচে জিতেছে ভারত, সেটাও ইনিংস ব্যবধানে।
রবীন্দ্র জাদেজার রেকর্ড গড়ার দিনে শ্রীলঙ্কার পরাজয় ইনিংস এবং ২২২ রানে।
প্রথমে ব্যাটিং করে রবীন্দ্র জাদেজার অপরাজিত ১৭৫*, রিশভ পান্থের ৯৬ এবং হনুমা বিহারির ৫৮ রানের ওপর ভর করে ভারত নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ৫৭৪ রানে। নিজের শততম টেস্টে ব্যাট হাতে কোহলিং সংগ্রহ ৪৫।
জবাবে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিশেহারা লঙ্কান ব্যাটিং লাইনআপ; পাথুম নিসাঙ্কার অপরাজিত ৬১ রানের পরও সংগ্রহটা তাই সব উইকেট হারিয়ে ১৭৪!
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামলেও জাদেজা-অশ্বিন জুটিকে সামলাতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা।
জাদেজার ৪ আর অশ্বিনের ৪ উইকেটে শ্রীলঙ্কার ইনিংস শেষ ১৭৮ রানেই।
লঙ্কানদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১* রান করেন নিরোশান ডিকওয়েলা; এক টেস্টেই সেঞ্চুরি এবং নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা জাদেজা।
রবীন্দ্র জাদেজার রেকর্ড গড়ার দিনে শ্রীলঙ্কার পরাজয় ইনিংস এবং ২২২ রানে।
প্রথমে ব্যাটিং করে রবীন্দ্র জাদেজার অপরাজিত ১৭৫*, রিশভ পান্থের ৯৬ এবং হনুমা বিহারির ৫৮ রানের ওপর ভর করে ভারত নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ৫৭৪ রানে। নিজের শততম টেস্টে ব্যাট হাতে কোহলিং সংগ্রহ ৪৫।
জবাবে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিশেহারা লঙ্কান ব্যাটিং লাইনআপ; পাথুম নিসাঙ্কার অপরাজিত ৬১ রানের পরও সংগ্রহটা তাই সব উইকেট হারিয়ে ১৭৪!
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামলেও জাদেজা-অশ্বিন জুটিকে সামলাতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা।
জাদেজার ৪ আর অশ্বিনের ৪ উইকেটে শ্রীলঙ্কার ইনিংস শেষ ১৭৮ রানেই।
লঙ্কানদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১* রান করেন নিরোশান ডিকওয়েলা; এক টেস্টেই সেঞ্চুরি এবং নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা জাদেজা।
সর্বশেষ সংবাদ