ক্রিপ্টোকারেন্সি বাজারে দরপতন


বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক দরপতন হয়েছে। ইতোমধ্যে সব ভার্চুয়াল মুদ্রার মূল্যহ্রাস পেয়েছে ৯ শতাংশ। গত একদিনে বিটকয়েনের দাম পড়েছে ৮ দশমিক ৮ শতাংশ।
এছাড়া অন্যান্য মুদ্রার আরও দর কমেছে। ইথেরিয়ামের দরপতন হয়েছে ১১ দশমিক ১ শতাংশ।
সম্প্রতি ব্যবসা-বাণিজ্যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন ব্যাপক বেড়েছে। এর মধ্যেই সেই বাজারে ধস নামল।
গত ২৪ ঘণ্টায় ক্রিপ্টোর মূল্য ব্যাপক কমেছে। ফলে এতে বিনিয়োগ থেকে সরে এসেছেন বিনিয়োগকারীরা।
ট্র্যাকিং ওয়েবসাইট কয়েনমার্কেটক্যাপ জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর মধ্যে হঠাৎ সাংকেতিক মুদ্রার বাজারে নিম্নমুখী প্রবণতা সৃষ্টি হলো।
বর্তমানে বিটকয়েনের দাম ৪০ হাজার ডলারের নিচে। অবশ্য বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, ডিজিটাল এ মুদ্রার বেশ দরপতন হতে পারে। এখন তারা বলছেন, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনে ঝুঁকি রয়েছে। সবশেষ মূল্য হ্রাস সেই আভাস দিচ্ছে।
গত বছর বিটকয়েনের মূল্যে ব্যাপক ঊর্ধ্বগতি ছিল। তবে নতুন বছরে তা সম্পূর্ণ বিপরীত। দিন দিন এর দাম কমছে।
গত নভেম্বরে বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ প্রায় ৭০ হাজার ডলার উঠেছিল। তবে সেই তুলনায় এখন এর দাম ৪৪ শতাংশ কম।
অনেকে আশা করেছিলেন, বিটকয়েন ও অন্যান্য ভার্চুয়াল মুদ্রার মূল্যস্ফীতির বিপরীতে দাম বাড়বে। তবে এখন সংগ্রাম করতে হচ্ছে। ক্রিপ্টোর দাম কমছে তো কমছেই।
এছাড়া অন্যান্য মুদ্রার আরও দর কমেছে। ইথেরিয়ামের দরপতন হয়েছে ১১ দশমিক ১ শতাংশ।
সম্প্রতি ব্যবসা-বাণিজ্যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন ব্যাপক বেড়েছে। এর মধ্যেই সেই বাজারে ধস নামল।
গত ২৪ ঘণ্টায় ক্রিপ্টোর মূল্য ব্যাপক কমেছে। ফলে এতে বিনিয়োগ থেকে সরে এসেছেন বিনিয়োগকারীরা।
ট্র্যাকিং ওয়েবসাইট কয়েনমার্কেটক্যাপ জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর মধ্যে হঠাৎ সাংকেতিক মুদ্রার বাজারে নিম্নমুখী প্রবণতা সৃষ্টি হলো।
বর্তমানে বিটকয়েনের দাম ৪০ হাজার ডলারের নিচে। অবশ্য বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, ডিজিটাল এ মুদ্রার বেশ দরপতন হতে পারে। এখন তারা বলছেন, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনে ঝুঁকি রয়েছে। সবশেষ মূল্য হ্রাস সেই আভাস দিচ্ছে।
গত বছর বিটকয়েনের মূল্যে ব্যাপক ঊর্ধ্বগতি ছিল। তবে নতুন বছরে তা সম্পূর্ণ বিপরীত। দিন দিন এর দাম কমছে।
গত নভেম্বরে বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ প্রায় ৭০ হাজার ডলার উঠেছিল। তবে সেই তুলনায় এখন এর দাম ৪৪ শতাংশ কম।
অনেকে আশা করেছিলেন, বিটকয়েন ও অন্যান্য ভার্চুয়াল মুদ্রার মূল্যস্ফীতির বিপরীতে দাম বাড়বে। তবে এখন সংগ্রাম করতে হচ্ছে। ক্রিপ্টোর দাম কমছে তো কমছেই।
সর্বশেষ সংবাদ