Printed on Tue Sep 28 2021 7:55:14 PM

খেলায় অংশ নিতে প্রস্তুত পরীমণি

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
খেলায়
খেলায়
হাতে মেহেদীর রঙে লিখে বিশেষ বার্তা দিয়ে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। মুহূর্তেই পরীমণির এই বার্তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

১৫ সেপ্টেম্বর বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। এ সময় গাড়িতে থেকেই তিনি হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে লেখা একটি বার্তা নজরে আসে সবার। যেখানে তিনি লিখেছেন ‘... মি মোর’।কার উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন তার জবাবে তিনি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।’এর আগে গত ১ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন পরীমণি। তখনও তিনি হাতের তালুতে মেহেদী দিয়ে একটি বার্তা লিখেছিলেন। সেটা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। ওই বার্তা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। পরী জানান, যারা তার সামনে একরকম, কিন্তু পেছনে আরেকরকম; তাদের জন্যই কথাটি লিখেছিলেন তিনি।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিনি থানা ও কারাগার মিলিয়ে প্রায় এক মাস বন্দী থেকেছেন।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53801
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ