Printed on Thu Dec 09 2021 1:39:15 AM

চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন খোরশেদ আলম সুজন

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
খোরশেদ আলম সুজন
খোরশেদ আলম সুজন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন । ৪ আগস্ট মঙ্গলবার দুপুরে ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন ইত্তেফাককে বলেন, সুষ্ঠুভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি সেজন্য নগরবাসীর দোয়া চাই। কেউ আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে আসবেন না। আমি আশা করছি বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করবো।

এদিকে মন্ত্রী তাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হচ্ছে বুধবার (৫ আগস্ট)।

দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে চসিক নির্বাচন হচ্ছে না। তাই আইন অনুযায়ী মেয়র হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সরকার নিযুক্ত এই প্রশাসক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষের একদিন আগেই প্রশাসক নিয়োগ দিলো স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/9318
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ