Printed on Mon Jan 30 2023 10:41:50 AM

খোলামেলা ছবিতে ভাইরাল নুসরাত জাহান

বিনোদন ডেস্ক
বিনোদন
খোলামেলা ছবিতে
খোলামেলা ছবিতে
যশের সঙ্গে প্রেমের কারণে নিখিলের সঙ্গে সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ে ভাঙছে। সম্প্রতি এমন গুঞ্জনেই খবরের শিরোনামে রয়েছেন নুসরাত। এরই মধ্যে মাঝে খোলামেলা ফটোশ্যুটের ছবি পোস্ট করে ফের আলোচনায় উঠে এসেছেন এই সাংসদ, অভিনেত্রী। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে নুসরাতকে।

শর্ট ড্রেস পরে সোফায় বসে নুসরাত জাহান। তার ডান হাতে মোবাইল, আর বা হাতে সাদা স্টাইলিশ চশমা। এভাবেই বেশকিছু অ্যাঙ্গেলে ছবি পোস্ট করেছেন সাংসদ, অভিনেত্রী নুসরাত। ‘চিন্তার জন্য খাদ্য: এই জিনিসগুলি নিয়ে কাজ করা থেকে মানুষজন আমাকে দূরে রাখতে পারবে না, আমার খুশি।’ এরপরেই সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আবার অনেকে নুসরাতের এই ফটোশুটের প্রশংসা করেছেন।

এদিকে শুক্রবারই বসিরহাটে গিয়ে সেখানকার সাংসদ তথা অভিনেত্রী নুসরাতকে একদফা দেখা নিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। নুসরাতকে ব্যাঙ্গ করে তিনি বলেন, নুসরাতের টিকটকে নাচ দেখাতে ভালো লাগে, ওখানেই উনি নেচে যান। সূত্র: জি নিউজ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/32264
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ