খোলামেলা পোশাকে বেবিপাম্প দেখিয়ে বেড়াচ্ছেন রিহানা


প্রথমবার মা হবেন গায়িকা রিহানা। তাই উচ্ছ্বাসের কমতি নেই যেন। সেই খুশিতে খোলামেলা পোশাকে বেবিবাম্প দেখিয়ে বেড়াচ্ছেন তিনি। খবর ডেইলি মেইলের।
সম্প্রতি আল্টা বিউটিতে নিজের ফেন্টি বিউটি লাইনের উদ্বোধন করেন রিহানা। এসময় নিজের গর্ভাবস্থা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি।
৩৪ বছর বয়সী এই গানের পাখি ফ্রান্সের ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন এলি’র সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, পোশাক পরা থেকে শুরু করে আপনি কীভাবে আপনার মেকআপ করতে যাচ্ছেন সবকিছুই একটি চ্যালেঞ্জ। কিন্তু আমি চ্যালেঞ্জ পছন্দ করি।
বয়ফ্রেন্ড অ্যাসাপ রকির সঙ্গে এটিই রিহানার প্রথম সন্তান। রিহানা বলেন, গর্ভাবস্থার একটি গ্লো আছে। দ্য আমব্রেলা সিঙ্গারখ্যাত রিহানা বলেন, বিশেষ করে গর্ভাবস্থার শেষ তিন মাসে ঘুম থেকে জেগে উঠে আপনার মনে হয় আমার কী পোশাক পরতে হবে? মেকআপ আপনাকে একজন প্রকৃত ব্যক্তির মতো অনুভূতি দেবে। তবে আমি শুধু ময়শ্চারাইজিং এবং কনট্যুরিংয়ের উপর অনেক বেশি ফোকাস করেছি।
তিনি বলেন, এসময় মুখ একটু গোলাকার এবং নিটোল হয়। নাক ছড়াতে থাকে। পোশাক পরা থেকে শুরু করে আপনি কীভাবে আপনার মেকআপ করতে যাচ্ছেন সবকিছুই একটি চ্যালেঞ্জ। কিন্তু আমি চ্যালেঞ্জ পছন্দ করি।
ভয়েস টিভি/এসএফ
সম্প্রতি আল্টা বিউটিতে নিজের ফেন্টি বিউটি লাইনের উদ্বোধন করেন রিহানা। এসময় নিজের গর্ভাবস্থা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি।
৩৪ বছর বয়সী এই গানের পাখি ফ্রান্সের ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন এলি’র সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, পোশাক পরা থেকে শুরু করে আপনি কীভাবে আপনার মেকআপ করতে যাচ্ছেন সবকিছুই একটি চ্যালেঞ্জ। কিন্তু আমি চ্যালেঞ্জ পছন্দ করি।
বয়ফ্রেন্ড অ্যাসাপ রকির সঙ্গে এটিই রিহানার প্রথম সন্তান। রিহানা বলেন, গর্ভাবস্থার একটি গ্লো আছে। দ্য আমব্রেলা সিঙ্গারখ্যাত রিহানা বলেন, বিশেষ করে গর্ভাবস্থার শেষ তিন মাসে ঘুম থেকে জেগে উঠে আপনার মনে হয় আমার কী পোশাক পরতে হবে? মেকআপ আপনাকে একজন প্রকৃত ব্যক্তির মতো অনুভূতি দেবে। তবে আমি শুধু ময়শ্চারাইজিং এবং কনট্যুরিংয়ের উপর অনেক বেশি ফোকাস করেছি।
তিনি বলেন, এসময় মুখ একটু গোলাকার এবং নিটোল হয়। নাক ছড়াতে থাকে। পোশাক পরা থেকে শুরু করে আপনি কীভাবে আপনার মেকআপ করতে যাচ্ছেন সবকিছুই একটি চ্যালেঞ্জ। কিন্তু আমি চ্যালেঞ্জ পছন্দ করি।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ