পেশায় গলফার হয়েও মডেল হিসেবে বিখ্যাত যিনি (ভিডিও)


পেশায় তিনি একজন ক্রীড়াবিদ। পেশাদার গলফার। তবে তিনি কিন্তু গল্ফার হিসেবে নন, বরং পরিচিত স্ট্রিপার হিসেবে। গলফের দুনিয়ায় তার পারফরম্যান্সের চেয়ে নিজের গ্ল্যামারের দ্যুতি এবং সাহসী পোশাকের কারণে অনুরাগীদের মধ্যে বেশি জনপ্রিয়।
এই ‘তিনি’ হলেন ‘গলফার-স্ট্রিপার’ নামে খ্যাত আমেরিকার তরুণ গলফ খেলোয়াড় পেইজে রেনি স্পিরানাচ। খ্যাতি পেয়েছেন মডেল হিসেবেও।
পেশাদার গলফে একটি মাত্র খেতাব জেতা আমেরিকার পেইজে রেনি স্পিরানাচকে সম্প্রতি তার খোলামেলা ছবির জন্য সমালোচিতও হয়েছেন।
ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে পেইজে পিছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডসকেও। পেইজে রেনি স্পিরানাচকের অনুরাগীর সংখ্যা ৩২ লাখেরও বেশি।
সামাজিক মাধ্যমে তিনি দারুণ অ্যাকটিভ। ভক্তদের জন্য তার একান্ত ছবির পাশাপাশি শেয়ার করেন নিজের অনুভূতিও। সেই কারণে কুমন্তব্যও শুনতে হয় তাকে।
সম্প্রতি এমনই এক ছবি শেয়ার করার কারণে তথাকথিত কিছু অনুরাগীর কুমন্তব্যের শুনতে হয়েছিল তাকে। তবে এই ‘গলফার-স্ট্রিপার’এর কথায়, তিনি এসব নেতিবাচক মন্তব্যে কান দেন না।
সবাই যে কুমন্তব্য বা সমালোচনা করেন তা কিন্ত নয়, প্রশংসাও করেন অনেকে। তার গ্ল্যামারের দ্যুতি এবং মোহনীয় রূপ ছটায় মুগ্ধ হয়ে অনুরাগীরা প্রশংসাপূর্ণ মন্তব্যের ফোয়ারা ছোটান।
স্পিরানাচ বলেন, ‘‘আমি বাজে মন্তব্যে কিছু মনে করি না। আমি নিজের শরীর ভালবাসি। এটা তো আমারই অংশ। আসলে আমার মনে হয়, যারা আমার ছবি দেখে দুঃখ পেয়েছেন, বিশেষ করে গল্ফের লোকজন, তারা বড় সেকেলে।’’
স্পিরানাচের আরও বক্তব্য, ‘‘কলারওলা জামা না পরলেই শুনতে হয়, আমি স্ট্রিপার, উত্তেজক কাজকর্ম করছি।’’
কথা শুনতে হত ছোটবেলা থেকে। ২৮ বছরের স্পিরানাচ বলেন, ‘‘যখন জুনিয়র গলফ খেলতাম, তখন থেকে আমেরিকান জুনিয়র গলফ অ্যাসোসিয়েশন ট্যুরে আমাকে দেখলেই নানা কথা উঠত। কারণ, আমার স্কার্ট নাকি একটু বেশিই ছোট থাকত।’’
শেষে তার সংযোজন, ‘‘আমি তো আর টাকা রোজগারের জন্য এরকম পোশাক পরছি, তা নয়। আবারও বলছি, আমার এ রকম পোশা
এই ‘তিনি’ হলেন ‘গলফার-স্ট্রিপার’ নামে খ্যাত আমেরিকার তরুণ গলফ খেলোয়াড় পেইজে রেনি স্পিরানাচ। খ্যাতি পেয়েছেন মডেল হিসেবেও।
পেশাদার গলফে একটি মাত্র খেতাব জেতা আমেরিকার পেইজে রেনি স্পিরানাচকে সম্প্রতি তার খোলামেলা ছবির জন্য সমালোচিতও হয়েছেন।
ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে পেইজে পিছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডসকেও। পেইজে রেনি স্পিরানাচকের অনুরাগীর সংখ্যা ৩২ লাখেরও বেশি।
সামাজিক মাধ্যমে তিনি দারুণ অ্যাকটিভ। ভক্তদের জন্য তার একান্ত ছবির পাশাপাশি শেয়ার করেন নিজের অনুভূতিও। সেই কারণে কুমন্তব্যও শুনতে হয় তাকে।
সম্প্রতি এমনই এক ছবি শেয়ার করার কারণে তথাকথিত কিছু অনুরাগীর কুমন্তব্যের শুনতে হয়েছিল তাকে। তবে এই ‘গলফার-স্ট্রিপার’এর কথায়, তিনি এসব নেতিবাচক মন্তব্যে কান দেন না।
সবাই যে কুমন্তব্য বা সমালোচনা করেন তা কিন্ত নয়, প্রশংসাও করেন অনেকে। তার গ্ল্যামারের দ্যুতি এবং মোহনীয় রূপ ছটায় মুগ্ধ হয়ে অনুরাগীরা প্রশংসাপূর্ণ মন্তব্যের ফোয়ারা ছোটান।
স্পিরানাচ বলেন, ‘‘আমি বাজে মন্তব্যে কিছু মনে করি না। আমি নিজের শরীর ভালবাসি। এটা তো আমারই অংশ। আসলে আমার মনে হয়, যারা আমার ছবি দেখে দুঃখ পেয়েছেন, বিশেষ করে গল্ফের লোকজন, তারা বড় সেকেলে।’’
স্পিরানাচের আরও বক্তব্য, ‘‘কলারওলা জামা না পরলেই শুনতে হয়, আমি স্ট্রিপার, উত্তেজক কাজকর্ম করছি।’’
কথা শুনতে হত ছোটবেলা থেকে। ২৮ বছরের স্পিরানাচ বলেন, ‘‘যখন জুনিয়র গলফ খেলতাম, তখন থেকে আমেরিকান জুনিয়র গলফ অ্যাসোসিয়েশন ট্যুরে আমাকে দেখলেই নানা কথা উঠত। কারণ, আমার স্কার্ট নাকি একটু বেশিই ছোট থাকত।’’
শেষে তার সংযোজন, ‘‘আমি তো আর টাকা রোজগারের জন্য এরকম পোশাক পরছি, তা নয়। আবারও বলছি, আমার এ রকম পোশা
সর্বশেষ সংবাদ