দুইশ’ নারীর অংশগ্রহণে গানচিত্র ‘নারী’


নারী দিবস উপলক্ষে একটি বিশেষ গান নিয়ে হাজির হয়েছেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপু। নারী আমার মা/ নারী আমার বোন/ নারী প্রাণের প্রিয়তমা/ নারী আপনজন- এমন কথার গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর-সংগীত-কণ্ঠের পাশাপাশি এর ভিডিও নির্মাণও করেছেন ইবরার টিপু নিজেই।
ক্যামেরায় ছিলেন প্রকাশ রায়। গান ও ভিডিওটি ওর্ণী রেকর্ডস ও ইবরার টিপুর ফেসবুক পেইজে প্রকাশ হয়েছে।
এ সম্পর্কে ইবরার টিপু বলেছেন, ‘পৃথিবীর সকল নারীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানানোর জন্যই গানটি করা।’
টিপু জানান, এখন গানটির স্টুডিও ভার্সন প্রকাশ হলেও শিগগিরই দুইশ’ নারীর অংশগ্রহণে নতুন একটি ভিডিও নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ