Printed on Thu May 19 2022 2:25:16 AM

গেল বছর ৮১৮ শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশির হাতে বেশি

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
৮১৮ শিশু
৮১৮ শিশু
আগের বছরের তুলনায় ২০২১ সালে শিশুমৃত্যু, ধর্ষণ এবং হত্যাচেষ্টার হার বেড়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। ২০২১ সালে বাংলাদেশে ৮১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৬২৬ জন, যার মধ্যে ১০ জন ছেলেশিশু।

মঙ্গলবার 'বাংলাদেশ শিশু পরিস্থিতি প্রতিবেদন-২০২১' তুলে ধরে এ তথ্য জানায় এমজেএফ। ভার্চুয়াল আলোচনায় জানানো হয়, বছরজুড়ে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্য-উপাত্তকে উৎস করে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

এমজেএফ জানায়, প্রতিবেশীদের হাতে শিশুদের একটি বড় অংশ ধর্ষণের শিকার হচ্ছে। বেশিরভাগ শিশু খেলতে গিয়ে পরিচিতদের মাধ্যমে ধর্ষিত হচ্ছে।

কিশোরীরা ধর্ষণের শিকার হচ্ছে প্রেমের ফাঁদে পড়ে। এমনকি নিজের ঘরে স্বজনদের মাধ্যমেও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এসব ঘটনায় অনেক মামলা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে অভিযুক্তরা শাস্তিও পাচ্ছে। তবুও কমছে না ধর্ষণের ঘটনা। তাছাড়া ধর্ষণের মামলায় দীর্ঘসূত্রিতাও রয়েছে।

ফাউন্ডেশনটি আরও জানিয়েছে, ২০২১ সালে দেশে ১৮৩ জন শিশুকে হত্যা করা হয়েছে যার মধ্যে ৫০ জন ছেলেশিশু রয়েছে। আগের বছর ২০২০ সালে নিহতের এ সংখ্যা ছিল ১৪৫, এর মধ্যে ছেলেশিশু ছিল ৯৩ জন।

২০২১ সালে দেশে সবচেয়ে বেশিসংখ্যক শিশু অর্থাৎ ৫৯০ জন শিশু নিহত হয়েছে পানিতে ডুবে, যা ২০২০ সালে ছিল ১৬৫ জন।

এমজেএফ'র নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনা গড়ে তুলতে হবে। সরকার, এনজিও, সিভিল সোসাইটি, গণমাধ্যম সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/67574
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ