Printed on Sat May 21 2022 5:39:35 AM

প্রাকৃতিক গোলাপি ঠোঁটের জন্য যা করণীয়

নিজস্ব প্রতিবেদক
লাইফস্টাইল
গোলাপি ঠোঁট
গোলাপি ঠোঁট

শীতে ঠোঁটের শুষ্কতা রুক্ষতা দেখা দেয়। কম পানি খাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, ঘনঘন জিভ দিয়ে ঠোঁট ভেজানো বিভিন্ন কারণে ঠোঁট ফ্যাকাশে হয়ে যায়। ধূমপানের অভ্যাস থাকলে ঠোঁটে কালচে ছোপ পড়ে। আর তাই লিপস্টিক বা প্রসাধনী ছাড়াই সুন্দর গোলাপি ঠোঁট পেতে যা করা যেতে পারে। এমন কিছু ঘরোয়া টিপস দেয়া হলো-


মরা চামড়া উঠিয়ে ফেলতে হবে


নির্দিষ্ট সময় পরপর ত্বকের উপরের মৃত কোষ উঠে গিয়ে সেখানে জন্ম নেয় নতুন কোষ। কিন্তু এই মৃত কোষ ত্বকের সঙ্গেই আলগাভাবে লেগে থাকে। ফলে ত্বক বিবর্ণ ও নিষ্প্রাণ দেখায়। নিয়মিত স্ক্রাবিং করে ঠোঁট থেকে মরা কোষ আর চামড়া তুলে ফেলতে পারলে ঠোঁটে আর্দ্রতা ধরে রাখা আরও সহজ হয়। স্ক্রাব বানিয়ে নেওয়া যেতে পারে ঘরেই। এজন্য ওট গুঁড়ার সঙ্গে চিনি, মধু এবং উদ্ভিজ তেল মিশিয়ে ঠোঁটে ঘষে নিতে হবে।


এছাড়া চিনি, নারকেল তেল, দারুচিনি, এবং মধু মিশিয়েও বানানো যায় চমৎকার স্ক্রাবার। লেবুর রসের সঙ্গে মেশানো যায় পেট্রোলিয়াম জেলি এবং চিনি।


ময়েশ্চারাইজার


ঠোঁট মোলায়েম রাখতে ঘরে তৈরি লিপবাম ব্যবহার করা যেতে পারে। আধা কাপ বিটরুটের রসে ১ থেকে ২ চা চামচ ঘি মিশিয়ে মিশ্রণটি ফ্রিজে রেখে প্রয়োজন মতো ব্যবহার করুন লিপবাম হিসেবে। বিটে রয়েছে ভিটামিন যা ত্বক ভালো রাখে। আর ঘি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অনন্য।


 ঘরেই বানিয়ে নিন প্যাক


ঘরেই ঠোঁটের যত্নে প্যাক বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। মধু, দই, এবং অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মধু এবং লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগালেও উপকার পাবেন। রাতে ঘুমানোর আগে লাগাতে পারেন নারকেলের তেল। ঠোঁটে গোলাপি আভা আনতে গোলাপের পাপড়ি বেটে দুধ মিশিয়ে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। বিটরুটের রস এবং মধু মিশিয়েও লাগাতে পারেন।


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/64618
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ