Printed on Wed Dec 01 2021 1:05:46 PM

চমকে দিলেন তনুশ্রী!

বিনোদন ডেস্ক
বিনোদন
তনুশ্রী
তনুশ্রী
গত অগস্টে প্রথম নববধূ রূপে আবির্ভাব ইনস্টাগ্রামে। আটপৌরে ধাঁচে সোনালি রঙের শাড়ি, এক ঢাল খোলা চুলে যেন সদ্য বিবাহিতা। হইচই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

দু’মাস পেরোতেই ফের বিয়ের সাজে দেখা দিলেন তনুশ্রী। এ বার লাল বেনারসি, গা ভরা সোনার গয়নায় পুরোদস্তুর কনে। কপালে বড় লাল টিপ এবং সিঁথিতে চওড়া সিঁদুর। বিজয়া দশমীর সকালে অনুরাগীদের এ ভাবেই শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী রাজকুমার গুপ্তর ‘বিশেষ বন্ধু’।

গতবার বন্ধুকে বিয়ের সাজে দেখে খুনসুটিতে মেতেছিলেন মিমি চক্রবর্তী। তনুশ্রীর পোস্টের মন্তব্য বাক্সে তার প্রশ্ন, ‘বিয়েটা কবে?’ পাল্টা রসিকতায় জবাব দিয়েছিলেন তনুশ্রীও। মিমিকে উত্তরে লিখেছিলেন, ‘তোর বিয়ের এক দিন আগেই।’ এবার দশমীতে নিজেই সিঁদুরে রাঙা হলেন তনুশ্রী।

অবশ্য ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যাচ্ছে, অষ্টমীতে এই সাজে ছবি দিয়েছিলেন তনুশ্রী। সম্ভবত সে দিনের ছবিই আবার দিয়েছেন তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55949
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ