Printed on Sat Dec 04 2021 7:53:22 AM

চাঁদপুরে সড়কে প্রাণ গেল ৩ কলেজ শিক্ষার্থীর

চাঁদপুর প্রতিনিধি
সারাদেশ
প্রাণ
প্রাণ
ফাইল ছবি
চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতদের প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন।আহত হয়েছেন দুজন। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কড়ুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন কচুয়ার পালাখাল এলাকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঊর্মি মজুমদার (২৪) ও কোয়া এলাকার মাহবুব আলম (২৪), নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা চাঁদপুর সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থী সাদ্দাম হোসেন (২৩)। আহত দুজন হলেন ইব্রাহিম (২৪) ও সিএনজিচালিত অটোরিকশার চালক মনির হোসেন (৩৫)।

পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ঊর্মি মজুমদার নিহত হন। বাকি দুজন কুমিল্লায় নেওয়ার পথে মারা যান। আহত দুজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বিআরটিসির বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। তিনজনের লাশ কচুয়া থানায় নিয়ে রাখা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/59412
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ