Printed on Thu Oct 21 2021 12:29:29 PM

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২০ বরযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন। ৪ আগস্ট বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50174
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ