চিলমারীতে মাদক সেবনের দায়ে আটক ২


কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবককে আটক করেছে পুলিশ।
০১ মে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে মাদক সেবনের দায়ে তাদের আটক করে।
আটকরা হলেন, উপজেলার শিকারপাড়া এলাকার রফিউদ দৌলা বাদলের ছেলে তানজিউ দৌলা তুরাবি (২২) ও রমনা মন্ডল বাড়ি এলাকার আশরাফুজ্জামানের ছেলে মো. সাদমান রাকিব লিমন (২০)।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে মাদক সেবনের দায়ে তানজিউ দৌলা তুরাবি (২১) ও মো. সাদমান রাকিব লিমনকে (২০) আটক করে এবং মাদক সেবনের সরঞ্জাম, কলকি উদ্ধার করেছে।
নিয়মিত মামলা ০১(০৫)২১ রুজু করা হয় এবং আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম।
ভয়েসটিভি/এএস
০১ মে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে মাদক সেবনের দায়ে তাদের আটক করে।
আটকরা হলেন, উপজেলার শিকারপাড়া এলাকার রফিউদ দৌলা বাদলের ছেলে তানজিউ দৌলা তুরাবি (২২) ও রমনা মন্ডল বাড়ি এলাকার আশরাফুজ্জামানের ছেলে মো. সাদমান রাকিব লিমন (২০)।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে মাদক সেবনের দায়ে তানজিউ দৌলা তুরাবি (২১) ও মো. সাদমান রাকিব লিমনকে (২০) আটক করে এবং মাদক সেবনের সরঞ্জাম, কলকি উদ্ধার করেছে।
নিয়মিত মামলা ০১(০৫)২১ রুজু করা হয় এবং আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ