চেন্নাই সুপার কিংসে করোনার ধাক্কায় কেঁপে উঠল আইপিএল


আইপিএল শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংসের একাধিক সদস্য করোনায় শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আরও দেরি হতে পারে আইপিএল-এর আসর।
করোনার ধাক্কায় শুরুর আগেই কেঁপে উঠল আইপিএল! তবে শুক্রবার রাত পর্যন্ত কত জন শনাক্ত হয়েছেন এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কিছু জানানো হয়নি।
চেন্নাই সুপার কিংস জানিয়েছে যে, প্রত্যেকের দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে, যা শনিবারের মধ্যে হাতে আসার কথা। দ্বিতীয় ফলও পজিটিভ এলে নাম প্রকাশ করা হবে। দুবাই এবং আবুধাবিতে প্রত্যেকটি দল আলাদা হোটেলে আইসোলেশনে আছে।
তবে দুবাইয়ের এক সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন ভারতীয় মিডিয়াম পেসার হালফিলে। এছাড়া কোচ, সহকারী কোচ, অন্যান্য সদস্য মিলে শনাক্তের সংখ্যা অন্তত দশ।
এরইমধ্যে ৬ দিনের আইসোলেশন পর্ব শেষ করে অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহালিরা। তবে ধোনিরা এখনই অনুশীলনে নামতে পারছেন না। গোটা দল নিয়েই উদ্বেগে আছে সিএসকে।
আইপিএলের বেশির ভাগ দলই আরব আমিরাতে গিয়ে ছয় দিনের আইসোলেশন পর্ব সেরে তবেই অনুশীলনে নামছে। কিন্তু ধোনিরা তা না করে নিজেদের উদ্যোগে চেন্নাইয়ের শিবিরে খুব খোলামেলাভাবে অনুশীলন করেন।
এমনকি বিমানবন্দরের লাউঞ্জে সুরক্ষা-বিধি সম্পূর্ণভাবে তারা মেনে চলেনি। বিমাবনবন্দরের লাউঞ্জে দলের অনেক সদস্য ‘মাস্ক’ পর্যন্ত পরেননি।
ভয়েস টিভি/টিআর
করোনার ধাক্কায় শুরুর আগেই কেঁপে উঠল আইপিএল! তবে শুক্রবার রাত পর্যন্ত কত জন শনাক্ত হয়েছেন এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কিছু জানানো হয়নি।
চেন্নাই সুপার কিংস জানিয়েছে যে, প্রত্যেকের দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে, যা শনিবারের মধ্যে হাতে আসার কথা। দ্বিতীয় ফলও পজিটিভ এলে নাম প্রকাশ করা হবে। দুবাই এবং আবুধাবিতে প্রত্যেকটি দল আলাদা হোটেলে আইসোলেশনে আছে।
তবে দুবাইয়ের এক সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন ভারতীয় মিডিয়াম পেসার হালফিলে। এছাড়া কোচ, সহকারী কোচ, অন্যান্য সদস্য মিলে শনাক্তের সংখ্যা অন্তত দশ।
এরইমধ্যে ৬ দিনের আইসোলেশন পর্ব শেষ করে অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহালিরা। তবে ধোনিরা এখনই অনুশীলনে নামতে পারছেন না। গোটা দল নিয়েই উদ্বেগে আছে সিএসকে।
আইপিএলের বেশির ভাগ দলই আরব আমিরাতে গিয়ে ছয় দিনের আইসোলেশন পর্ব সেরে তবেই অনুশীলনে নামছে। কিন্তু ধোনিরা তা না করে নিজেদের উদ্যোগে চেন্নাইয়ের শিবিরে খুব খোলামেলাভাবে অনুশীলন করেন।
এমনকি বিমানবন্দরের লাউঞ্জে সুরক্ষা-বিধি সম্পূর্ণভাবে তারা মেনে চলেনি। বিমাবনবন্দরের লাউঞ্জে দলের অনেক সদস্য ‘মাস্ক’ পর্যন্ত পরেননি।
ভয়েস টিভি/টিআর
সর্বশেষ সংবাদ