হতে চেয়েছেন নায়ক, হলেনও তাই


প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয় করেছেন পেসার তাসকিন আহমেদ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ জয়ের নায়কও তিনি। নিজেকে হারিয়ে যেতে বসা নতুন উদ্যমে দুর্দান্ত পারপরমেন্স করে নিজের জাত চিনিয়ে দিলেন। আফ্রিকা যাওয়ার আগেই তিনি বলেছিলেন, বিদেশের মাটিতে ম্যাচ জেতার নায়ক হতে চান তিনি। গতকাল ২৩ মার্চ শেষ ওয়ানডে ম্যাচে ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে ম্যাচ জেতানোর কৃতিত্ব অর্জনের পাশাপাশি সিরিজসেরাও হলেন তিনি।
মিরপুর শেরে বাংলায় গত ১০ মার্চ তাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘নিজের শক্তির জায়গা, মৌলিকত্ব, নিজের আয়ত্তে থেকেই সেরাটা দিয়ে যেতে চাই। আমার খুব ইচ্ছের জায়গাটা হলো যেন ম্যাচ জেতানোতে নিজের অবদান থাকে অথবা আমি একটা ম্যাচ জেতাতে পারি এবং ভালো কিছু করতে পারি।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৪.০০ গড়ে ৮ উইকেট সর্বোচ্চ উইকেট নিয়েছেন তাসকিন। একইসঙ্গে ম্যাচ জেতানো ও সিরিজসেরা পুরস্কার পাওয়া তাসকিন উচ্ছাসের সহিত বলেন, ‘আমি খুব খুশি ও গর্বিত মনে করছি নিজেকে। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম সিরিজ জিতছি আমরা। শুধু তাই নয় এই প্রথম আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হয়েছি। এতে আমি খুব গর্বিত ও খুশি।’
ভয়েসটিভি/এমএম
মিরপুর শেরে বাংলায় গত ১০ মার্চ তাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘নিজের শক্তির জায়গা, মৌলিকত্ব, নিজের আয়ত্তে থেকেই সেরাটা দিয়ে যেতে চাই। আমার খুব ইচ্ছের জায়গাটা হলো যেন ম্যাচ জেতানোতে নিজের অবদান থাকে অথবা আমি একটা ম্যাচ জেতাতে পারি এবং ভালো কিছু করতে পারি।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৪.০০ গড়ে ৮ উইকেট সর্বোচ্চ উইকেট নিয়েছেন তাসকিন। একইসঙ্গে ম্যাচ জেতানো ও সিরিজসেরা পুরস্কার পাওয়া তাসকিন উচ্ছাসের সহিত বলেন, ‘আমি খুব খুশি ও গর্বিত মনে করছি নিজেকে। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম সিরিজ জিতছি আমরা। শুধু তাই নয় এই প্রথম আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হয়েছি। এতে আমি খুব গর্বিত ও খুশি।’
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ