Printed on Wed Dec 01 2021 11:44:53 AM

সিনেবাজ অ্যাপে দেখা যাচ্ছে চোখ সিনেমা

সোহাগ ফেরদৌস
বিনোদনভিডিও সংবাদ
চোখ সিনেমা
চোখ সিনেমা
রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা ’চোখ’। নিরব,শবনম বুবলী ও রোশান অভিনীত ‘চোখ’ সিনেমাটি ১ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। করোনা মহামারির কারণে দীঘদিন বন্ধ থাকা থাকা হল গুলো খুলেছিলো চোখ সিনেমা প্রদশনের মাধ্যদিয়ে। মুক্তির পর বেশ ভালো সাফল্য পায় শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত চোখ। সিনেমা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো হল গুলোতে। ছবিটি যারা এ পর্যন্ত দেখেছেন তারা সবাই প্রশংসা করেছেন ।

এ বছরের আলোচিত এবং সফল সিনেমা ’চোখ’ এবার মুক্তি দেয়া হচ্ছে ওটিট প্লাটফম সিনেবাজ অ্যাপ এ। শাপলা মিডিয়ারই সহযোগী প্রতিষ্ঠান সিনেবাজ অ্যাপে ২০ অক্টোবর থেকে দেখা যাবে সিনেমাটি। প্রথম সপ্তাহে অ্যাপসটি গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফ্রি দেখা যাবে সিনেমাটি ।

ছবিতে চিত্রনায়ক নিরবের চরিত্রের নাম রাকেশ, চিত্রনায়ক রোশানের চরিত্রের নাম জয় আর সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী অভিনয় করেছেন রজনী চরিত্রে।

ছোট পর্দার সফল নির্মাতা আসিফ ইকবাল জুয়েল ’চোখ’ দিয়ে সিনেমার পরিচালক হিসেবে নিজের নাম লেখালেন। চোখ সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। প্রযোজক হিসেবে রয়েছেন সেলিনা বেগম।

অ্যাকশন ও রহস্যে ঘেরা এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তুহিন চৌধুরী, রোমিও, জাহিদ ইসলাম, হাফিজ, দীপক, মাসুম বাসার প্রমুখ।

আরও পড়ুন : একযোগে যেসব সিনেমা হলে মুক্তি পেলো ‘চোখ’

অ্যাকশন,রোমান্টিক ও রহস্যে ঘেরা চোখ সিনেমা হল বিমুখ সকল পর্যায়ের দর্শক যাতে সহজে দেখতে পারে সে জন্যেই এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হচ্ছে বলে জানায়িছেন শাপলা মিডিয়া কর্ণধার মো: সেলিম খান ।

এর আগে সিনেবাজ অ্যাপে ট্রঙ্গিপাড়ার মিয়া ভাই ও আগষ্ট ১৯৭৫ সিনেমা দুটি মুক্তি দেয়া হয়েছিলো । ছবি দুটি ফ্রি দেখার সুযোগ কেরে দিয়েছে শাপলা মিডিয়া।

 
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/56249
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ