চ্যাম্পিয়ন্স লিগে আলাদা ম্যাচে নামছে ম্যান সিটি ও লিভারপুল


চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেতিকো মাদ্রিদ।
অন্যদিকে লিভারপুল লড়বে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে।
ম্যাচ দুটি শুরু হবে রাত ১টায়।
আক্ষেপ কিংবা হতাশা ইউরোপ সেরার মঞ্চে যে শব্দগুলো ম্যান সিটির সঙ্গী। খুব কাছে গিয়েও অপ্রাপ্তি। গেল মৌসুমের ফাইনালে চেলসির কাছে হেরে শূন্য হাতে বাড়ি ফিরে সিটিনেজ।
ইংলিশ ফুটবলে সাফল্যের চূড়া স্পর্শ করা দলটির মিশন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পোর্তোর সেই ফাইনালে কৌশলে গুবলেট পাকিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন গার্দিওয়ালা। হোল্ডিং মিডফিল্ডার ছড়াই একাদশ সাজানোয় শেষ পর্যন্ত দিতে হয় চড়া মূল্য।
কিন্তু তারপরও নিজের সিদ্ধান্তে অনড় থাকতে চান ম্যান সিটি কোচ। রসিকতার সুরে বলেন, অ্যাথলেতিকোর বিপক্ষে নামবে ১২ জন ফুটবলার।
শেষ ষোলোয় স্পোর্টিং লিসবনকে উড়িয়ে কোয়ার্টারে নাম লিখায় ম্যান সিটি। দারুণ ছন্দে ডি ব্রুইনা, গুন্দোয়ানরা। সঙ্গে প্রিমিয়ার লিগে টেবিল টপার।
এতকিছু অভয় দিলেও গার্দিওয়ালার সামনে বড় বাধা দিয়েগো সিমিওনির বিচক্ষনতা। কেননা লা লিগা সাক্ষী দুই কোচের জমজমাট লড়াইয়ের।
নিজেদের গেল পাঁচ ম্যাচের সবকটি জয় পেয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদ। ওদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় রোনালদোর ম্যান ইউ।
অন্যদিকে লিভারপুল লড়বে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে।
ম্যাচ দুটি শুরু হবে রাত ১টায়।
আক্ষেপ কিংবা হতাশা ইউরোপ সেরার মঞ্চে যে শব্দগুলো ম্যান সিটির সঙ্গী। খুব কাছে গিয়েও অপ্রাপ্তি। গেল মৌসুমের ফাইনালে চেলসির কাছে হেরে শূন্য হাতে বাড়ি ফিরে সিটিনেজ।
ইংলিশ ফুটবলে সাফল্যের চূড়া স্পর্শ করা দলটির মিশন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পোর্তোর সেই ফাইনালে কৌশলে গুবলেট পাকিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন গার্দিওয়ালা। হোল্ডিং মিডফিল্ডার ছড়াই একাদশ সাজানোয় শেষ পর্যন্ত দিতে হয় চড়া মূল্য।
কিন্তু তারপরও নিজের সিদ্ধান্তে অনড় থাকতে চান ম্যান সিটি কোচ। রসিকতার সুরে বলেন, অ্যাথলেতিকোর বিপক্ষে নামবে ১২ জন ফুটবলার।
শেষ ষোলোয় স্পোর্টিং লিসবনকে উড়িয়ে কোয়ার্টারে নাম লিখায় ম্যান সিটি। দারুণ ছন্দে ডি ব্রুইনা, গুন্দোয়ানরা। সঙ্গে প্রিমিয়ার লিগে টেবিল টপার।
এতকিছু অভয় দিলেও গার্দিওয়ালার সামনে বড় বাধা দিয়েগো সিমিওনির বিচক্ষনতা। কেননা লা লিগা সাক্ষী দুই কোচের জমজমাট লড়াইয়ের।
নিজেদের গেল পাঁচ ম্যাচের সবকটি জয় পেয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদ। ওদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় রোনালদোর ম্যান ইউ।
সর্বশেষ সংবাদ