ছোট পোশাকে সিগারেট হাতে গোয়ায় জুন আন্টি


জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গোয়া সমুদ্র সৈকতে গিয়েছিন জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী। সমুদ্র তটে তার হট লুক নজড় কেড়েছে কোটি ভক্তের। এই প্রথম জন্মদিনে এত সাহসিনী তিনি! ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পাশে পানীয়। বিকিনিতে সেজে সমুদ্রতটে ‘নমকিন’ বার্থডে গার্ল!
খোলা চুলে বিলি কাটছে সমুদ্র বাতাস। মিঠে-কড়া রোদের আদর তার শরীরে। পিঠজুড়ে ট্যাটু। খবর, বিশেষ কেউ নাকি জন্মদিনের কেক উপহার দিয়েছেন তাকে! প্রশ্ন করতেই আনন্দবাজারকে কবি শঙ্খ ঘোষের ভাষায় অভিনেত্রী জানান, ‘‘নিয়ন আলোয় যা কিছু আজ ব্যক্তিগত পণ্য করতে রাজি নই মোটেই!’’
অভিত্রেী জানান, ‘‘আমার আর বাবার জন্মদিন খুব কাছাকাছি। বাবার জন্মদিন ২২ ফেব্রুয়ারি। বাবা নিজের জন্মদিনও কোনও দিন পালন করেননি। আমারটাও সে ভাবে হয়নি। এই প্রথম শহর ছেড়ে দূরে। বন্ধুদের সঙ্গে সমুদ্রের কাছাকাছি। খোলা আকাশের নীচে। খুব ভালো লাগছে। একটু আফশোসও হচ্ছে। মনে হচ্ছে, আগের জন্মদিনগুলোও এ ভাবেই পালন করা উচিত ছিল!’
ফেসবুকে তার কিছু ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। বিশেষত ছোট পোশাকে জ্বলন্ত সিগারেট হাতে ছবি দেখে কটাক্ষের বন্যা। অনুরাগীদের দাবি, ‘‘শ্যামলবাবু কি তাকে এই সব শিখিয়েছেন?’’ পাল্টা প্রশ্ন রেখেছেন ঊষসীও। তার জিজ্ঞাসা, গোয়ায় গিয়ে কি তিনি বোরখায় সর্বাঙ্গ ঢাকবেন?
ভয়েস টিভি/এসএফ
খোলা চুলে বিলি কাটছে সমুদ্র বাতাস। মিঠে-কড়া রোদের আদর তার শরীরে। পিঠজুড়ে ট্যাটু। খবর, বিশেষ কেউ নাকি জন্মদিনের কেক উপহার দিয়েছেন তাকে! প্রশ্ন করতেই আনন্দবাজারকে কবি শঙ্খ ঘোষের ভাষায় অভিনেত্রী জানান, ‘‘নিয়ন আলোয় যা কিছু আজ ব্যক্তিগত পণ্য করতে রাজি নই মোটেই!’’
অভিত্রেী জানান, ‘‘আমার আর বাবার জন্মদিন খুব কাছাকাছি। বাবার জন্মদিন ২২ ফেব্রুয়ারি। বাবা নিজের জন্মদিনও কোনও দিন পালন করেননি। আমারটাও সে ভাবে হয়নি। এই প্রথম শহর ছেড়ে দূরে। বন্ধুদের সঙ্গে সমুদ্রের কাছাকাছি। খোলা আকাশের নীচে। খুব ভালো লাগছে। একটু আফশোসও হচ্ছে। মনে হচ্ছে, আগের জন্মদিনগুলোও এ ভাবেই পালন করা উচিত ছিল!’
ফেসবুকে তার কিছু ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। বিশেষত ছোট পোশাকে জ্বলন্ত সিগারেট হাতে ছবি দেখে কটাক্ষের বন্যা। অনুরাগীদের দাবি, ‘‘শ্যামলবাবু কি তাকে এই সব শিখিয়েছেন?’’ পাল্টা প্রশ্ন রেখেছেন ঊষসীও। তার জিজ্ঞাসা, গোয়ায় গিয়ে কি তিনি বোরখায় সর্বাঙ্গ ঢাকবেন?
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ