Printed on Tue Sep 28 2021 8:51:47 PM

ছড়িয়ে পড়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কার আপত্তিকর ভিডিও

বিনোদন ডেস্ক
বিনোদন
আপত্তিকর
আপত্তিকর
একের পর এক ভারতের ভোজপুরী সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের এমএমএস ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়েছে। কিছুদিন আগেই অভিনেত্রী তৃশা কর মধুর এমএমএস ভিডিও ‘লিক’ হওয়া নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হল আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিতের আপত্তিকর এমএমএস ভিডিও। দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

এর আগে নায়িকা তৃশা কর মধুর দাবি করেছিলেন, ভিডিওটি এডিট করা। ভুয়া ভিডিওর মধ্যে তার মুখ ব্যবহার করা হয়েছে।

একই সুরে কথা বলেছেন নায়িকা প্রিয়াঙ্কাও। তিনি জানান, ভিডিওতে যে নারীকে দেখা গেছে, সেটা তিনি নন। অন্য কেউ। তার নাম ও মুখ ব্যবহার করে ইচ্ছেকৃতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে। অভিনেত্রীর দাবি, তার ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যেই এই কাজ করেছে কেউ। এজন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

জানা গেছে, প্রিয়াঙ্কার ভিডিওটি নতুন নয়। এটা বেশ পুরনো। তবে সম্প্রতি তৃশা কর মধুর ভিডিও ভাইরাল হওয়ার পর তার ভিডিওটি নিয়েও চর্চা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ও পেজে ছড়িয়ে পড়েছে এটি।

এই ঘটনায় সহকর্মীরা প্রিয়াঙ্কার সমর্থনে কথা বলেছেন। তারাও মনে করেন, প্রিয়াঙ্কার বদনাম করার জন্যই এই ভিডিও ছড়ানো হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51659
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ