ভাসমান জনগোষ্ঠীর মানুষজনকে দেয়া হবে জনসনের টিকা: স্বাস্থ্যমন্ত্রী


ভাসমান জনগোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের কিছু টিকা পাওয়া গেছে। শীঘ্রেই এগুলো দেওয়া শুরু হবে।
৩০ জানুয়ারি রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, জনসনের টিকা এক ডোজের হওয়ায় আমরা সেগুলো ভাসমান ও দিনমজুরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় তাদের খোঁজ সবসময় পাওয়া যায় না। একবার এক ডোজ দিয়ে দিলে পরে তাদের আর খুঁজতে হবে না।
দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হলেও এতদিন স্কুল থেকে ঝরে পড়া কিংবা কোনও কারণে স্কুলে না যাওয়া কিশোর-কিশোরীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার সুযোগ ছিল না। তবে এখন থেকে এই বয়সী সকলের জন্যই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এতদিন ১২ বছরের ঊর্ধ্বে শুধু স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এখন এটা ওপেন করে দেওয়া হলো।
ভয়েসটিভি/আরকে