ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি


যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন বা পার্লামেন্ট ভবনে হামলার জেরে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারির পর এবার ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে সিটি মেয়র।
মেয়র মুরিয়েল বাউজার বলেছেন, ‘অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছেন।’
জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ দেয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিত পারবে শহর কর্তৃপক্ষ।
২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এর আগে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শহরে কারফিউ জারি করা হয়েছে।
এদিকে হামলার সবশেষ খবর অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আর ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ট্রাম্পের সব সামজিক যোগাযোগ মাধ্যম। ইউটিউব থেকে সরানো হয়েছে ট্রাম্পের একটি ভিডিও বার্তা।
ভয়েস টিভি/এসএফ
মেয়র মুরিয়েল বাউজার বলেছেন, ‘অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছেন।’
জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ দেয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিত পারবে শহর কর্তৃপক্ষ।
২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এর আগে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শহরে কারফিউ জারি করা হয়েছে।
এদিকে হামলার সবশেষ খবর অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আর ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ট্রাম্পের সব সামজিক যোগাযোগ মাধ্যম। ইউটিউব থেকে সরানো হয়েছে ট্রাম্পের একটি ভিডিও বার্তা।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ