Printed on Sun Oct 24 2021 1:39:29 PM

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করতে চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব
জাতিসংঘের অধিবেশনে
জাতিসংঘের অধিবেশনে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় সকল দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অথবা প্রতিনিধি। তবে এখন এই অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। চলতি সপ্তাহেই সেখানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে তারা।

বুধবার  ২২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের একটি কমিটি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বিবিসি জানিয়েছে, তালেবান ইতোমধ্যেই জাতিসংঘে তাদের দূতও নিয়োগ করেছে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালেবান বলছে, ক্ষমতাচ্যুত সাবেক আফগান সরকারের প্রতিনিধি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না। গত মাসে গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

আগামী সোমবার জাসিংঘের সাধারণ পরিষদের অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে এবং এর আগে ওই কমিটির বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। আর তাই, জাতিসংঘের বিধি অনুযায়ী- ওই কমিটি বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত বৈশ্বিক এই সংস্থাটিতে গোলাম আইজ্যাকজাই-ই আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে অবস্থান করবেন।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54123
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ