Printed on Wed Jan 26 2022 10:45:06 PM

জানা গেল দীপিকা-রণবীরের রসায়নের নেপথ্যের কাহিনী

অনলাইন ডেস্ক
বিনোদন
দীপিকা
দীপিকা
জীবনের একপর্যায়ে বিষণ্নতা গ্রাস করেছিল দীপিকা পাড়ুকোনকে। ভেঙে পড়েছিলেন তিনি। গুটিয়ে যাওয়া দীপিকাকে টেনে বের করে এনেছিলেন রণবীর সিং। দীপিকার ছবিগুলো দেখলেই সেটা বোঝা যায়। রণবীরের সঙ্গে উচ্ছ্বাসে ভরা দারুণ সব মুহূর্ত কাটানো সেসব ছবি বলে দেয় দুজনের রসায়নের গভীরতা।

সম্প্রতি নিজেদের এই রসায়নের কারণ জানালেন দীপিকা। ফিল্ম কম্প্যানিয়নের এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, তাদের দুজনের দারুণ সম্পর্কের আসল চাবিকাঠি হলো বোঝাপড়া। বোঝাপড়াটাই তাদের সম্পর্কটাকে সহজ করে দিয়েছে।

শুধু বাস্তব জীবনে নয়, পর্দায়ও তাদের রসায়ন দারুণ। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’ এ এই জুটির রসায়ন বক্স অফিসকে এনে দিয়েছে কাড়ি কাড়ি টাকা। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে দীপিকা বলেন, ‘আমাদের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় হলো বোঝাপড়া। আমাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। আমরা কখনো কোনো বিষয়ে সহমত পোষণ করি, আবার করি না। যখন বোঝাপড়াটা ভালো হয়, তখন বিয়ে করা সহজ হয়ে যায়।’

দীপিকা-রণবীরের মধ্যে দ্বিমত হয় না, তা নয়। তবে পরস্পরের ব্যাপারে দুজনই সংবেদনশীল। তাই কোনো কিছুতে একজন রাজি না হলে অন্যজন মধ্যপন্থা অবলম্বন করেন। নিজের মত জানিয়ে, ভিন্নমতকেই গ্রহণ করে নেন। দীপিকা বলেন, ‘আমাদের ঝগড়া হয়। যখন সে বিজয়ী হয়, আমি বলি, ওকে তুমি বিজয়ী। আবার যখন আমি কিছু বলি এবং আমার বিশ্বাসের ব্যাপারে দৃঢ় থাকি, তখন সে বলে, “ঠিক আছে, তবে আমি তোমার সঙ্গে একমত নই। তুমি যা ভেবেছ, সেটাই করো, কিন্তু এর সঙ্গে আমি একমত নই।”’

দীপিকা-রণবীর দুজনই ব্যস্ত শিল্পী। সামনে আসছে রণবীর সিংয়ের ছবি ‘এইট্টি থ্রি’। সেই ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। কবির খানের পরিচালনায় এই ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/60930
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ