Printed on Fri Oct 15 2021 7:41:34 PM

জ্বালানি তেলের প্রভাবে বাড়ছে নিত্যপণ্যের মূল্য

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
জ্বালানি তেলের প্রভাব
জ্বালানি তেলের প্রভাব
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে প্রতিযোগিতা করে বাড়ছে দেশে সকল নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি নির্ভর পণ্যের পরিবহন খরচ বাড়ার কারণে বাড়ছে পণ্যের দাম। জ্বালানি তেলের দাম না কমলে পণ্যের দাম কমার সম্ভাবনা নেই। সরকারি মহল বলছে, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।

জানা গেছে, বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠে এসেছে ৮০ ডলারে। গত সাত বছরের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ। ২০১৮ সালের অক্টোবরের পর গত জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেলের দাম ৭৫ ডলারে ওঠেছিল।

তথ্য পর্যালোচনায় জানা যায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলের দাম ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। শুধু গত এক মাসেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে দাড়িয়েছে প্রায় ১৭ শতাংশে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে দাড়িয়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশে। এর সাথে হান্টিং অয়েলের দাম বেড়েছে ১৭ শতাংশের ওপরে।

আরও পড়ুন : লকডাউনের খবরে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ভিড়

বাজার ঘুরে দেখা যায়, সকল প্রকার চালের দাম উচ্চমূল্যেই স্থির হয়ে আছে আমদানি করা চাল বাজারে ওঠার কারণে। ভোজ্যতেলের দামও বেড়েছে। আরও বেড়েছে আটা-ময়দার দামও। চিনির দাম আকাশ ছুঁয়েছে। সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন হয়নি বাজারে। ব্যবসায়ীদের পছন্দের দামেই বিক্রি হচ্ছে চিনি।

ব্যবসায়ীদের দাবি, এসব পণ্যের মূল্য বৃদ্ধির কারণ আন্তর্জাতিক বাজার। আমদানি নির্ভর পণ্যের দাম যদি আন্তর্জাতিক বাজারে বাড়ে এর প্রভাব এখানকার বাজারেও পড়ে। তার ওপর যুক্ত হয়েছে পরিবহন খরচ। জ্বালানি তেলের দাম বাড়লেই দেশে বিদেশে সর্বত্রই পরিবহন খরচ বেড় যায়, বিশেষ করে জাহাজ ও ট্রাক ভাড়া বেড়ে যায়। যা পণ্যমূল্য বৃদ্ধির মূল কারণ।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব কারও নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। বাজারে এর প্রভাব তো পড়বেই। তবে নিত্য প্রয়োজনী পণ্যের দাম অবশ্যই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

ভয়েস টিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55615
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ