জ্যাকলিনের সঙ্গে অক্ষয়ের রোমান্স নজর কেড়েছে (ভিডিও)


মাফিয়া কিং, যার এক চোখ কানা। কোটর থেকে পাথর বসানো সেই চোখ বের করে তাক করেছেন, যাকে গুলি করে মারতে চান তিনি। রক্তের সঙ্গে খেলাই তার নেশা।
যে মাফিয়া দিনরাত খুন-জখমে ব্যস্ত থাকে আর তাকে নিয়েই সিনেমা তৈরি করতে চান এক সাংবাদিক। এহেন বিপজ্জনক মাফিয়া কিংকে কীভাবে সিনেমায় অভিনয় করাতে জন্য রাজি করানো সম্ভব?
সেই গল্পই কমেডি-অ্যাকশনের মোড়কে বলা হয়েছে ‘বচ্চন পান্ডে’ সিনেমায়। ইতোমধ্যেই সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। আর তাতেই বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়ে দর্শক মনে সাড়া ফেলেছে।
কমেডির সঙ্গে ভরপুর অ্যাকশনে ভরা সিনেমা ‘বচ্চন পান্ডে’। কাস্টিংয়ে অক্ষয় কুমার মানেই সেখানে রগরগে অ্যাকশন সিকোয়েন্স মাস্ট! ট্রেলারেই পাওয়া গেল তার ঝলক।
'বচ্চন পাণ্ডে'-এর ট্রেলার এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারলেও একাধিকবার গা কেঁপে উঠতে বাধ্য। 'বচ্চন পাণ্ডে' সিনেমার নাম চরিত্রে দেখা যাবে খিলাড়ি খ্যাত অক্ষয় কুমারকে।
এ ছাড়াও নায়িকা হিসেবে দেখা যাবে কৃতী শ্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজকে। ১৮ মার্চ মুক্তি পাবে এই ছবিটি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
'বচ্চন পাণ্ডে' পরিচালনা করছেন ফারহাদ সামজি। রঙের উৎসবে মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত 'বচ্চন পাণ্ডে'।
এদিকে সিনেমাটির নতুন একটি পোস্টার মুক্তি পেয়েছে। পোস্টারটি নেটমাধ্যমে পোস্ট করেছেন অক্ষয় নিজেই। সেখানে দেখা যাচ্ছে তাকে সঙ্গ দিচ্ছেন 'সোফি' ওরফে ছবির অন্যতম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।
শুধু তাই নয়, তারা পরস্পর একে অন্যের চোখের দিকে তাকিয়ে একই ডাবে স্ট্র ডুবিয়ে পানি পান করছেন।
এ থেকেই স্পষ্ট ছবিতে 'বচ্চন পাণ্ডে'-র ভালোবাসার মানুষ হিসেবেই দর্শকদের কাছে ধরা দেবেন জ্যাকলিন।
এই ছবির প্রথম পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছিলেন,' এটি এমন একটি চরিত্র যার মধ্যে এত বৈচিত্র্য রয়েছে, যা একটি রঙের দোকানেও নেই।
বচ্চন পাণ্ডে আপনাদের ভয় দেখাতে, হাসাতে, কাঁদাতে একেবারে প্রস্তুত। দয়া করে তাকে আপনার ভালবাসা দিন।'
এদিকে অক্ষয় কুমারের নতুন লুকে তাকে নীল চোখ, মুখে রাগের অভিব্যক্তি এবং হেড গিয়ার পরায় দেখা যাবে।
'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্শি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংসহ আরও অনেককে।
এই অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে অক্ষয়ের চরিত্রটি বেশ মজার। যে ডাকাবুকো গ্যাংস্টার হয়েও একজন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে। আর্ গ্যাংস্টার বচ্চন পাণ্ডে ওরফে অক্ষয়ের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকলিন।
অন্যদিকে কৃতী শ্যাননকে দেখা যাবে এক সাংবাদিকের ভূমিকায়। যিনি কিনা ভবিষ্যতে একজন সিনেমার পরিচালক হওয়ার স্বপ্ন দেখেন। আরশাদ ওয়ারসিকে দেখা যাবে এক উঠতি স্ট্রাগলিং অভিনেতার ভূমিকায়।
যে মাফিয়া দিনরাত খুন-জখমে ব্যস্ত থাকে আর তাকে নিয়েই সিনেমা তৈরি করতে চান এক সাংবাদিক। এহেন বিপজ্জনক মাফিয়া কিংকে কীভাবে সিনেমায় অভিনয় করাতে জন্য রাজি করানো সম্ভব?
সেই গল্পই কমেডি-অ্যাকশনের মোড়কে বলা হয়েছে ‘বচ্চন পান্ডে’ সিনেমায়। ইতোমধ্যেই সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। আর তাতেই বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়ে দর্শক মনে সাড়া ফেলেছে।
কমেডির সঙ্গে ভরপুর অ্যাকশনে ভরা সিনেমা ‘বচ্চন পান্ডে’। কাস্টিংয়ে অক্ষয় কুমার মানেই সেখানে রগরগে অ্যাকশন সিকোয়েন্স মাস্ট! ট্রেলারেই পাওয়া গেল তার ঝলক।
'বচ্চন পাণ্ডে'-এর ট্রেলার এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারলেও একাধিকবার গা কেঁপে উঠতে বাধ্য। 'বচ্চন পাণ্ডে' সিনেমার নাম চরিত্রে দেখা যাবে খিলাড়ি খ্যাত অক্ষয় কুমারকে।
এ ছাড়াও নায়িকা হিসেবে দেখা যাবে কৃতী শ্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজকে। ১৮ মার্চ মুক্তি পাবে এই ছবিটি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
'বচ্চন পাণ্ডে' পরিচালনা করছেন ফারহাদ সামজি। রঙের উৎসবে মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত 'বচ্চন পাণ্ডে'।
এদিকে সিনেমাটির নতুন একটি পোস্টার মুক্তি পেয়েছে। পোস্টারটি নেটমাধ্যমে পোস্ট করেছেন অক্ষয় নিজেই। সেখানে দেখা যাচ্ছে তাকে সঙ্গ দিচ্ছেন 'সোফি' ওরফে ছবির অন্যতম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।
শুধু তাই নয়, তারা পরস্পর একে অন্যের চোখের দিকে তাকিয়ে একই ডাবে স্ট্র ডুবিয়ে পানি পান করছেন।
এ থেকেই স্পষ্ট ছবিতে 'বচ্চন পাণ্ডে'-র ভালোবাসার মানুষ হিসেবেই দর্শকদের কাছে ধরা দেবেন জ্যাকলিন।
এই ছবির প্রথম পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছিলেন,' এটি এমন একটি চরিত্র যার মধ্যে এত বৈচিত্র্য রয়েছে, যা একটি রঙের দোকানেও নেই।
বচ্চন পাণ্ডে আপনাদের ভয় দেখাতে, হাসাতে, কাঁদাতে একেবারে প্রস্তুত। দয়া করে তাকে আপনার ভালবাসা দিন।'
এদিকে অক্ষয় কুমারের নতুন লুকে তাকে নীল চোখ, মুখে রাগের অভিব্যক্তি এবং হেড গিয়ার পরায় দেখা যাবে।
'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্শি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংসহ আরও অনেককে।
এই অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে অক্ষয়ের চরিত্রটি বেশ মজার। যে ডাকাবুকো গ্যাংস্টার হয়েও একজন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে। আর্ গ্যাংস্টার বচ্চন পাণ্ডে ওরফে অক্ষয়ের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকলিন।
অন্যদিকে কৃতী শ্যাননকে দেখা যাবে এক সাংবাদিকের ভূমিকায়। যিনি কিনা ভবিষ্যতে একজন সিনেমার পরিচালক হওয়ার স্বপ্ন দেখেন। আরশাদ ওয়ারসিকে দেখা যাবে এক উঠতি স্ট্রাগলিং অভিনেতার ভূমিকায়।
সর্বশেষ সংবাদ