Printed on Sat May 28 2022 8:53:51 PM

বলিউডের সুপারহিট নায়ক টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক
বিনোদনভিডিও সংবাদ
টাইগার শ্রফ
টাইগার শ্রফ
বড় পর্দার পরিচিত মূখ টাইগার শ্রফ। তিনি একজন ভারতীয় অভিনেতা এবং মার্শাল আর্টিস্ট। তার জন্ম হয় মুম্বাই,এর মহারাষ্ট্র। তার পুরো নাম জয় হেমন্ত শ্রফ।

পিতার দিক থেকে টাইগার গুজরাতি এবং তুর্কী বংশোদ্ভুত এবং মায়ের দিক থেকে বাঙালী এবং বেলিজিয়ান বংশোদ্ভুত। বোম্বের আমেরিকান স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন।

টাইগার শ্রফ ছোটবেলা থেকেই ফুটবলকে ভালোবসতেন এবং ভারতীয় ফুটবলার হতে চাইতেন ,পাশাপাশি সিনেমার প্রতি ছিলো তুমুল আইকর্ষন ।

স্কুল জীবন থেকেই বিভিন্ন সিনেমার অফার পেতেন। ২০১২ সালে সাজিদ নাদিয়াদওয়ালা এর হিরোপান্তি ছবি দিয়েই বলিউড অভিষেক হয় এই অভিনেতার ।

এই সিনেমাটির জন্য শ্রফ ভারতীয় ফিল্মফেয়ার পুরষ্কার পেয়েছিলেন এবং "বর্ষসেরা সেরা অভিষেক" বিভাগেও পুরুষ্কৃত হন।

২০১৫ সালে মাইকেল জ্যাকসন এর ট্রিবিউট হিসেবে একটি ডান্স উপহার দেন। এছাড়াও "আ রাহা হু ম্যায় জিন্দেগী" নামের একটি মিউজিক ভিডিও করেন।

এটি টাইগার শ্রফ এর দ্বিতীয় মিউজিক ভিডিও। এতে টাইগার শ্রফ এর সাথে আতিফ আসলাম কে একসাথে দেখা যায়। ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি বাগী রিলিজ হয় এবং ফিল্মটা বক্স অফিসে সুপারহিট হয়।

একই বছর তার আরেকটি ফিল্ম ও ৩য় মিউজিক ভিডিও বের হয়। তার ৩য় মিউজিক ভিডিও "বেফিকরা" সেসময়ে খুবই জনপ্রিয়তা অর্জন করে। ভিডিওতে তার সাথে দিশা পাটানিকে একই তালে নাচতে দেখা যায়।

তৃতীয় ফিল্ম এ ফ্লাইং জাট যাতে টাইগারকে প্রথমবার একজন সুপারহিরো রূপে দেখা যায়। দুর্ভাগ্যবশত এটি বক্স অফিসে ফ্লপ হয় এবং এটিই তার প্রথম ফ্লপ ফিল্ম।

একবছর পর মুন্না মাইকেল রিলিজ হয়। তাতে টাইগার শ্রফ কে মাইকেল জ্যাকসন এর ভক্তরূপে দেখা যায়। তবে সেটিও বক্স অফিসে ব্যর্থ হয়। এতে টাইগার কিছুটা ভেঙ্গে পড়ে।

তবে মুন্না মাইকেল রিলিজ হওয়ায় আগেই তিনি তার পঞ্চম ফিল্ম বাগী ২ তে কাজ করা শুরু করে দেন। প্রথমবার তাকে আর্মি অবতারে দেখা যায়। সেই সময় অনুযায়ী এটি টাইগারের সর্বোচ্চ বাজেটের একশন-থ্রীলার ধর্মী সিনেমা।

এই সিনেমাটি ই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাড়ায়। বাগী ২ তার ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার সিনেমা।

টাইগার শ্রফ এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২০১৯ সালে রিলিজ পায়। এতে টাইগারকে কলেজ স্টুডেন্ট হিসেবে দেখা যায়।

বক্স অফিসে ফিল্মটি এভারেজ ট্যাগ পায়। একই বছর টাইগারের দ্বিতীয় ব্লকবাস্টার ফিল্ম "ওয়ার" রিলিজ পায়। এতে টাইগারকে ভারতীয় এজেন্ট হিসেবে দেখা যায়।

হৃতিক রোশন এর সাথে পাল্লা দিয়ে তাকে একটিং-একশন এবং ডান্স করতে দেখা যায়। ক্রিটিক্সদের মতে এটিই টাইগার শ্রফ এর অভিনীত সেরা ফিল্ম।

এর মাঝে তিনি আরোও কয়েকটি মিউজিক ভিডিও করেছিলেন। মোট ৮ টি ফিল্মের মধ্যে ২ টি ফ্লপ, ২ টি এভারেজ, ১ টি হিট, ১ টি সুপারহিট, ২ ব্লকবাস্টার হয় এ্‌ই বলিউড তারকার।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/65577
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ