চায়নার টিকা গ্রহিতারাও যেতে পারবেন ওমরায়


বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সকল টিকা গ্রহিতাদের সৌদি আরবে প্রবেশর অনুমতি দিয়েছে সৌদি সরকার। নতুন ঘোষণায় বাংলাদেশসহ কয়েকটি দেশের জটিলতার অবসান হলো। এতে করে অনেকই ওমরার সুযোগ পাবে।
২৮ নভেম্বর রাত ১০ টায় হারামাইন শারীফের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে যারা চায়নার উৎপাদিত সিনোফার্ম গ্রহণ করেছিল তাদের জন্যে বলা হয়েছিলো সৌদি অনুমোদিত ৫টি টিকার যে কান একটির বুস্টার ডোজ নিতে হবে।
তবে নতুন ঘোষণায় বলা হয়েছে এ ক্ষেত্রে যারা চায়নার টিকা নিয়েছে তাদেরকে সৌদি আরব গিয়ে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকতে হবে এবং পিসিআর টেস্ট করাতে হবে ।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সকল টিকা গ্রহিতারাই সৌদি আরব যেতে পারবে এবং ওমরাহ করতে পারবে ।
এর মধ্যে যারা সৌদি অনুমোদিত টিকা ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজানেকা, জনসন, কোভিশিল্ড ছাড়া অন্যান্য টিকার মধ্যে সিনোফার্মা, সিনোভ্যাক গ্রহণ করেছে তাদেরকে সেখানে ৩ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে থাকতে হবে।
৩ দিন পরে করোনা পিসিআর টেস্ট এ রেজাল্ট নেগেটিভ হলে সকল কার্যক্রম করতে পারবে ।
ভয়েস টিভি/ডি
২৮ নভেম্বর রাত ১০ টায় হারামাইন শারীফের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে যারা চায়নার উৎপাদিত সিনোফার্ম গ্রহণ করেছিল তাদের জন্যে বলা হয়েছিলো সৌদি অনুমোদিত ৫টি টিকার যে কান একটির বুস্টার ডোজ নিতে হবে।
তবে নতুন ঘোষণায় বলা হয়েছে এ ক্ষেত্রে যারা চায়নার টিকা নিয়েছে তাদেরকে সৌদি আরব গিয়ে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকতে হবে এবং পিসিআর টেস্ট করাতে হবে ।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সকল টিকা গ্রহিতারাই সৌদি আরব যেতে পারবে এবং ওমরাহ করতে পারবে ।
এর মধ্যে যারা সৌদি অনুমোদিত টিকা ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজানেকা, জনসন, কোভিশিল্ড ছাড়া অন্যান্য টিকার মধ্যে সিনোফার্মা, সিনোভ্যাক গ্রহণ করেছে তাদেরকে সেখানে ৩ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে থাকতে হবে।
৩ দিন পরে করোনা পিসিআর টেস্ট এ রেজাল্ট নেগেটিভ হলে সকল কার্যক্রম করতে পারবে ।
ভয়েস টিভি/ডি
সর্বশেষ সংবাদ