Printed on Wed Feb 01 2023 1:09:41 PM

টেন্ডার বাণিজ্যের খবর ভিত্তিহীন : রংপুরের মেয়র

রংপুর প্রতিনিধি
সারাদেশভিডিও সংবাদ
টেন্ডার বাণিজ্যের
টেন্ডার বাণিজ্যের
রংপুরেনিয়োগ ও টেন্ডার বাণিজ্য করে কোটি কোটি টাকা নেয়ার খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। একই সঙ্গে বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবরও সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

বেশ কিছুদিন ধরেই নিয়োগ, টেন্ডার বাণিজ্য নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রচারের বিষয়ে নিয়ে কথা বলতে ২৬ আগস্ট বুধবার রংপুর নগরভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন মেয়র।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জনবল সংকট থাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় জনবল চেয়ে আবেদন করা হলেও না পাওয়ায় দৈনিক ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্রধানমন্ত্রীর দেয়া উন্নয়ন বরাদ্দসহ ৭২০ কোটি টাকার কাজ চলছে। এসব কাজেও অনিয়মের সুযোগ নেই বলে দাব করেন মেয়র।

মেয়রের অভিযোগ, নগর ভবনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীর্ঘ ১৩ বছর ধরে চাকরি এবং মাস্টার প্লানের নামে সাড়ে চার কোটি টাকা হিসাব না দেয়ার অভিযোগেই তোপের মুখে পড়েছিলেন।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/12128
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ