ডাকাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ৫


চাঁদপুর ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডে ও মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ শ্রমিক নিহত হয়েছে। সোমবার ৩১ জানুয়ারি ভোরে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। সেখানে ১১ শ্রমিকের মধ্যে ৬ জন সাঁতরে তীরে ওঠে প্রাণে বেঁচে যান।
ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে।’
নিহতরা হলেন, আউয়াল মাঝি (৫৫) মোবারক হেসেন ( ৩৫), নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহত সকল শ্রমিকের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। তারা চাঁদপুরে স্থানীয় ব্রিকফিল্ডে মাটি কাটার কাজ করতেন।
আরও পড়ুন : গুমাই নদীতে ট্রলারডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শ্রমিক ফরিদ হোসেন জানান, ‘মাটি ভর্তি ট্রলার নিয়ে আমরা সাইড দিয়েই যাচ্ছিলাম। মমিনপুর এলাকায় পার হবার সময় ঘন কুয়াশায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এমন সময় বিপরীত দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামে একটি বালুবাহী বাল্কহেড আমাদের ট্রলারকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। সাথে সাথে আমাদের ট্রলারটি পানিতে ডুবে যায় এবং জায়গায় ৫জন শ্রমিক নিহত হয়।’
চাঁদপুর সদর নৌ-থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদ ইসলাম এই ঘটনা নিশ্চিত করে জানান, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৫ জন শ্রমিক নিহত হওয়ার খবর জানতে পেরেছি। বর্তমানে সেখানে নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ভয়েসটিভি/এমএম
ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে।’
নিহতরা হলেন, আউয়াল মাঝি (৫৫) মোবারক হেসেন ( ৩৫), নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহত সকল শ্রমিকের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। তারা চাঁদপুরে স্থানীয় ব্রিকফিল্ডে মাটি কাটার কাজ করতেন।
আরও পড়ুন : গুমাই নদীতে ট্রলারডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শ্রমিক ফরিদ হোসেন জানান, ‘মাটি ভর্তি ট্রলার নিয়ে আমরা সাইড দিয়েই যাচ্ছিলাম। মমিনপুর এলাকায় পার হবার সময় ঘন কুয়াশায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এমন সময় বিপরীত দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামে একটি বালুবাহী বাল্কহেড আমাদের ট্রলারকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। সাথে সাথে আমাদের ট্রলারটি পানিতে ডুবে যায় এবং জায়গায় ৫জন শ্রমিক নিহত হয়।’
চাঁদপুর সদর নৌ-থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদ ইসলাম এই ঘটনা নিশ্চিত করে জানান, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৫ জন শ্রমিক নিহত হওয়ার খবর জানতে পেরেছি। বর্তমানে সেখানে নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ