রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু


রাজধানীর বেইলি রোডে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম নুরে আলম (৪০)। এদিকে তুহিন হোসেন (৩৮) নামের আরেক ভ্যানচালক আহত হয়েছেন।
২৪ জানুয়ারি সোমবার ভোরে বেইলি রোডে সার্কিট হাউজ মসজিদের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে আলমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তার বাবার নাম মেহেরাব হোসেন। তিনি তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিমের আড়তে বসবাস করতেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মুহাইমিনুল হাসান এ বিষয়ে জানিয়েছেন, সোমবার সকালে বেইলি রোডে সার্কিট হাউজের সামনে দিয়ে দু’টি ভ্যান গাড়ি ডিম নিয়ে যাওয়ার পথে একটি সিমেন্ট কোম্পানির ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন নুরে আলম। দ্রুত খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। অপর ভ্যানচালক তুহিন পায়ে ব্যাথা পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ভয়েস টিভি/আরকে