ট্রিট দে ভাই, শাহরুখের সুখবর শুনে সালমান


বিনোদন দুনিয়া যে দ্রুত পাল্টে যাচ্ছে, তা চোখ এড়ায়নি বলিউড বাদশা শাহরুখ খানের। সিনেমাতে ফেরার ঘোষণা দিয়েছেন। চলছে নতুন ছবির কাজ। সেই ছবি মুক্তি পেতে না পেতেই বিনোদনের নতুন দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছেন কিং খান। তারই ঘোষণা দিলেন সম্প্রতি। আর তাতে বেজায় খুশি ভাইজান সালমান খান।
বলিউডের প্রায় সব অভিনেতাই এখন সিনেমার পাশাপাশি অভিনয় করছেন ওটিটিতে। আর তিনি বলিউড বাদশা বলে কথা। নিজেই আস্ত একটি ওটিটি প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়ে ফেললেন। টুইটারে ‘এসআরকে প্লাস’ নামে একটি লোগো পোস্ট করে শাহরুখ এই ঘোষণা দিলেন।
টুইটারে তার ওটিটি প্ল্যাটফর্মের লোগো দিয়ে শাহরুখ লিখেছেন, ‘শিগগিরই আসছে।’ পাশাপাশি ক্যাপশনে তার অভিনীত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অনুকরণে টুইটারে লিখলেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে...।’
কিং খানের এমন সুখবর দেওয়ার পরে উচ্ছ্বসিত বলিউড তারকারা। মন্তব্য দেখে বোঝা যায় তারা যেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এমন একটি ঘোষণার। তাই বন্ধু শাহরুখের এমন ঘোষণায় বেজায় আনন্দিত সালমান খান। শাহরুখের টুইট রিটুইট করে লিখলেন, ‘আজকের পার্টি তাহলে তোর কাছ শাহরুখ। নতুন এই অ্যাপ এসআরকে প্লাসের জন্য অভিনন্দন। ট্রিট দে ভাই, ট্রিট চাই।’
শাহরুখ ও সালমানের বন্ধুত্বের কথা কারও অজানা নেই। শাহরুখপুত্র আরিয়ান যখন মাদক–কাণ্ডে পুলিশি হেফাজতে ছিল, তখন রাতবিরাতে সব কাজ ছেড়ে মান্নাতে চলে গিয়েছিলেন সালমান। তাই আজ যখন শাহরুখ তার ওটিটি প্ল্যাটফর্মের কথা ঘোষণা করলেন, তখন ভাইজানেরও উচ্ছ্বাস ধরা পড়ল।
বলে রাখা ভালো, অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও বেশ ভালো শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল ‘কলকাতা নাইট রাইডার্স’ দলের মালিক তিনি, আছে নিজের প্রযোজনা সংস্থা ‘রেড চিলি এন্টারটেইনমেন্টস’। এবার সেই তালিকাতেই যোগ হলো ওটিটি প্ল্যাটফর্ম ‘এসআরকে প্লাস’।
ভয়েস টিভি/এসএফ
বলিউডের প্রায় সব অভিনেতাই এখন সিনেমার পাশাপাশি অভিনয় করছেন ওটিটিতে। আর তিনি বলিউড বাদশা বলে কথা। নিজেই আস্ত একটি ওটিটি প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়ে ফেললেন। টুইটারে ‘এসআরকে প্লাস’ নামে একটি লোগো পোস্ট করে শাহরুখ এই ঘোষণা দিলেন।
টুইটারে তার ওটিটি প্ল্যাটফর্মের লোগো দিয়ে শাহরুখ লিখেছেন, ‘শিগগিরই আসছে।’ পাশাপাশি ক্যাপশনে তার অভিনীত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অনুকরণে টুইটারে লিখলেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে...।’
কিং খানের এমন সুখবর দেওয়ার পরে উচ্ছ্বসিত বলিউড তারকারা। মন্তব্য দেখে বোঝা যায় তারা যেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এমন একটি ঘোষণার। তাই বন্ধু শাহরুখের এমন ঘোষণায় বেজায় আনন্দিত সালমান খান। শাহরুখের টুইট রিটুইট করে লিখলেন, ‘আজকের পার্টি তাহলে তোর কাছ শাহরুখ। নতুন এই অ্যাপ এসআরকে প্লাসের জন্য অভিনন্দন। ট্রিট দে ভাই, ট্রিট চাই।’
শাহরুখ ও সালমানের বন্ধুত্বের কথা কারও অজানা নেই। শাহরুখপুত্র আরিয়ান যখন মাদক–কাণ্ডে পুলিশি হেফাজতে ছিল, তখন রাতবিরাতে সব কাজ ছেড়ে মান্নাতে চলে গিয়েছিলেন সালমান। তাই আজ যখন শাহরুখ তার ওটিটি প্ল্যাটফর্মের কথা ঘোষণা করলেন, তখন ভাইজানেরও উচ্ছ্বাস ধরা পড়ল।
বলে রাখা ভালো, অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও বেশ ভালো শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল ‘কলকাতা নাইট রাইডার্স’ দলের মালিক তিনি, আছে নিজের প্রযোজনা সংস্থা ‘রেড চিলি এন্টারটেইনমেন্টস’। এবার সেই তালিকাতেই যোগ হলো ওটিটি প্ল্যাটফর্ম ‘এসআরকে প্লাস’।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ