রোশানের হাতে এক ডজন ছবি


দর্শকপ্রিয় সুদর্শন চিত্রনায়ক জিয়াউল রোশান-এর ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক। সেই থেকে বাংলা চলচ্চিত্রে নিয়মিত কাজ করে চলছেন। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার।
চলতি বছর নব উদ্যমে রোশান বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েই শুটিং শুরু করেছেন। বর্তমানে শুটিং-সিডিউল ঘিরেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ শেষ করে একই পরিচালকের ‘বিট্রো’ সিনেমায় যুক্ত হয়েছেন। এরপর ‘মায়া: দ্যা লাভ’ সিনেমার গানে অংশ নিয়েছিলেন বিএফডিসিতে। তারপর অংশ নেন ‘এবার তোরা মানুষ হো’ নামের নতুন আরও একটি সিনেমায়। বছরের শুরুতেই নতুন তিনটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ। পুরোদস্তুর ব্যস্ত সময় যাচ্ছে রোশানের।
এদিকে, রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি আগামী ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় রোশানের সহশিল্পী প্রথম সিনেমার নায়িকা পরীমণি। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
এছাড়াও আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতিক্ষীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। দুইবার সিনেমাটি মুক্তির দিনক্ষণ ঠিক করেও করোনার কারণে মুক্তি দিতে পারেননি পরিচালক দীপংকর দীপন। তবে নতুন খবর হল, এবার ঈদুল আজহায় মুক্তি পাবে সুন্দরবনে এলিট ফোর্স র্যাবের দুঃসাহসিক অপারেশন নিয়ে নির্মিত তারকাবহুল এই সিনেমাটি।
এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ফরিদুল হাসানের ‘কর্পোরেট’, অনন্য মামুনের ‘সাইকো’, নাদের চৌধুরীর ‘জ্বীন’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আর্শীবাদ’ ও মাহমুদ হাসান শিকদারের ‘আনন্দী’ (৭ পর্বের সিরিজ)। নির্মাণাধীন রয়েছে ‘জামদানী’, ‘নাকফুল’, ‘ফাইটার’, ‘ওস্তাদ’ ও ‘উন্মাদ’ নামের সিনেমাগুলো।
এ প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, প্রত্যেকটি সিনেমায় আমাকে আলাদা-আলাদা চরিত্রে দেখা যাবে। একটার সঙ্গে অন্যটার মিল খুঁজে পাবে না দর্শক। আমার নতুন বছরের শুরুটা হয়েছে বেশকিছু ভালো কাজের মাধ্যমে। করোনা মহামারির এই সময়েও শুটিংয়ে ব্যস্ত সময় যাচ্ছে। শুটিংয়ে এতটাই ব্যস্ত যে, দম ফেলার সুযোগ নেই। আশা করি, চলতি বছর দর্শক বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার পেতে যাচ্ছে।
চিত্রনায়ক রোশান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘রক্ত’, ‘ককপিট’, ‘ধ্যাতেরেকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও সর্বশেষ ‘চোখ’ সিনেমাটি মুক্তি পায়।
ভয়েসটিভি/এমএম
চলতি বছর নব উদ্যমে রোশান বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েই শুটিং শুরু করেছেন। বর্তমানে শুটিং-সিডিউল ঘিরেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ শেষ করে একই পরিচালকের ‘বিট্রো’ সিনেমায় যুক্ত হয়েছেন। এরপর ‘মায়া: দ্যা লাভ’ সিনেমার গানে অংশ নিয়েছিলেন বিএফডিসিতে। তারপর অংশ নেন ‘এবার তোরা মানুষ হো’ নামের নতুন আরও একটি সিনেমায়। বছরের শুরুতেই নতুন তিনটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ। পুরোদস্তুর ব্যস্ত সময় যাচ্ছে রোশানের।
এদিকে, রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি আগামী ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় রোশানের সহশিল্পী প্রথম সিনেমার নায়িকা পরীমণি। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
এছাড়াও আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতিক্ষীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। দুইবার সিনেমাটি মুক্তির দিনক্ষণ ঠিক করেও করোনার কারণে মুক্তি দিতে পারেননি পরিচালক দীপংকর দীপন। তবে নতুন খবর হল, এবার ঈদুল আজহায় মুক্তি পাবে সুন্দরবনে এলিট ফোর্স র্যাবের দুঃসাহসিক অপারেশন নিয়ে নির্মিত তারকাবহুল এই সিনেমাটি।
এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ফরিদুল হাসানের ‘কর্পোরেট’, অনন্য মামুনের ‘সাইকো’, নাদের চৌধুরীর ‘জ্বীন’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আর্শীবাদ’ ও মাহমুদ হাসান শিকদারের ‘আনন্দী’ (৭ পর্বের সিরিজ)। নির্মাণাধীন রয়েছে ‘জামদানী’, ‘নাকফুল’, ‘ফাইটার’, ‘ওস্তাদ’ ও ‘উন্মাদ’ নামের সিনেমাগুলো।
এ প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, প্রত্যেকটি সিনেমায় আমাকে আলাদা-আলাদা চরিত্রে দেখা যাবে। একটার সঙ্গে অন্যটার মিল খুঁজে পাবে না দর্শক। আমার নতুন বছরের শুরুটা হয়েছে বেশকিছু ভালো কাজের মাধ্যমে। করোনা মহামারির এই সময়েও শুটিংয়ে ব্যস্ত সময় যাচ্ছে। শুটিংয়ে এতটাই ব্যস্ত যে, দম ফেলার সুযোগ নেই। আশা করি, চলতি বছর দর্শক বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার পেতে যাচ্ছে।
চিত্রনায়ক রোশান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘রক্ত’, ‘ককপিট’, ‘ধ্যাতেরেকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও সর্বশেষ ‘চোখ’ সিনেমাটি মুক্তি পায়।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ