ভোলায় বাড়ছে ডায়রিয়া রোগী, ঠাঁই নেই হাসপাতালে


ভোলায় ফের বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ৭৭ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ৭৬৪ জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হঠাৎ করেই ডায়রিয়া রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
গরমের প্রকোপ বেড়ে যাওয়া, গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যবিভাগ। একই সঙ্গে পর্যাপ্ত ওষুধ থাকলেও স্যালাইন স্বল্পতা রয়েছে।
ভোলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে নারী, শিশু ও মধ্য বয়স্কদের সংখ্যাই বেশি। শয্যা কম থাকায় রোগীদের মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে। পাশেই রোগীর স্বজনদের ভীড়। ডায়রিয়া ওয়ার্ডের পাশে ৩টি ফ্লোরে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে।
ভয়েস টিভি/এসএফ
হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হঠাৎ করেই ডায়রিয়া রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
গরমের প্রকোপ বেড়ে যাওয়া, গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যবিভাগ। একই সঙ্গে পর্যাপ্ত ওষুধ থাকলেও স্যালাইন স্বল্পতা রয়েছে।
ভোলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে নারী, শিশু ও মধ্য বয়স্কদের সংখ্যাই বেশি। শয্যা কম থাকায় রোগীদের মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে। পাশেই রোগীর স্বজনদের ভীড়। ডায়রিয়া ওয়ার্ডের পাশে ৩টি ফ্লোরে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ