Printed on Thu Dec 09 2021 12:55:47 AM

করোনা আক্রান্ত এমপি ফজলে করিমকে ঢাকায় নেয়া হচ্ছে

চট্টগ্রাম প্রতিনিধি
সারাদেশ
ঢাকায় নেয়া হচ্ছে
ঢাকায় নেয়া হচ্ছে
করোনা ভাইরাসে আক্রান্ত রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

১৯ আগস্ট বুধবার সকালে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম বলেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

এর আগে সর্দি-জ্বর থাকায় ১৭ আগস্ট সোমবার সকালে নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি চট্টগ্রাম শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। ১৮ আগস্ট মঙ্গলবার তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।

ভয়েস টিভি/চট্টগ্রাম প্রতিনিধি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10546
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ