Printed on Wed May 25 2022 8:03:46 PM

৬ মাস জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলবেন না তামিম

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
তামিম
তামিম
অবশেষে টি-টোয়েন্টি থেকে অবসরের প্রসঙ্গে মুখ খুললেন তামিম ইকবাল। জানালেন, ক্রিকেটের এই ফরম্যাটে আপাতত অবসর নয়, অন্তত ৬ মাসের বিরতি চান ওয়ানডে অধিনায়ক।

তবে বছরের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন তামিম।

বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল মিনিস্টার ঢাকার হয়ে অনুশীলন করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত আর তামিম না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রয়োজন হলে চলতি বছরের শেষদিকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন, এমন আভাস দিয়েছেন তিনি। যদিও তার দরকার হবে না বলে আশা প্রকাশ করেন ৩২ বছর বয়সী তামিম।

দেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। ২৪.০৮ গড় ও ১১৭.২ স্ট্রাইক রেট রেখে ১৭৫৮ রান করেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন দেশসেরা এই ওপেনার।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/64758
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ