Printed on Sat Dec 04 2021 7:59:50 AM

মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি, উল্টে গিয়ে গুরুতর আহত তামিল নায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন
তামিল
তামিল
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী যাশিকা আনন্দ। ভর্তি রয়েছেন হাসপাতালে। ২৫ জুলাই শনিবার মধ্যরাতে মহাবলীপুরমের রাস্তায় অভিনেত্রীর গাড়ি উল্টে যায়। এসময় তার তিন বন্ধুও ছিলেন গাড়িতে। তিনিসহ দুই বন্ধু বেঁচে গেলেও ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রাত ১টার দিকে তীব্র গতিতে একটি এসইউভি গাড়িকে ছুটে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় গর্তে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহায্যের জন্য এগিয়ে আসেন। অভিনেত্রীসহ আরও এক জনকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃত্যু হয় যাশিকার বন্ধু ভালিচেট্টি ভবানির।পুলিশের অনুমান, মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আহতদের স্বাস্থ্যপরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কোনও মামলা দায়ের করা হবে না বলেই জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

‘কাভালাই ভেনডম’, ‘নোটা’, ‘ইরুত্তু আরাইয়িল মুরাত্তু কুত্থু’ প্রমুখ তামিল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন যাশিকা। তা ছাড়া তামিল ‘বিগ বিস ২’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49408
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ