Printed on Sat Oct 16 2021 2:00:45 AM

তুরাগ নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৭

নিজস্ব প্রতিবেদক
টুকরো খবর
তুরাগ
তুরাগ
রাজধানীর গাবতলীর তুরাগ নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাতজন নিখোঁজ রয়েছেন। ৯ অক্টোবর শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ট্রলারডুবির খবর পেয়ে ডুবুরি দলের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা উদ্ধারকাজ করছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রলার ডোবার সময় বেশ কয়েকজন সাঁতরে উপরে উঠে এসেছেন। তাদের দাবি, অন্তত সাতজনের মতো নিখোঁজ রয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55312
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ