কারিনাপুত্র তৈমুর যোগব্যায়াম করছে


শরীরচর্চার প্রতি করিনা কপূর খানের প্রেম কারও অজানা নয়। পুত্র তৈমুর আলি খানও এখন থেকেই মায়ের মতো শরীর-স্বাস্থ্য নিয়ে মনোযোগী। মাত্র ৪ বছর বয়সেই যোগব্যায়ামে মন দিয়েছে সে।
১০ এপ্রিল শনিবার ইনস্টাগ্রামে তৈমুরের একটি ছবি আপলোড করেছেন করিনা। দেখা যাচ্ছে, যোগব্যায়ামের মাদুরের ওপর শুয়ে রয়েছে তৈমুর। পরনে সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের প্যান্ট। চোখ বন্ধ করে রেখেছে সে। মাথার উপরে টানটান করে রাখা হাতগুলি।
ক্যাপশনে করিনা লিখেছেন, ‘যোগব্যায়ামের পর নিজেকে টানটান করছে না ঘুমনোর পর, সেটা কখনও বুঝতে পারবেন না’। এর পরেই দুটি হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
ছোট্ট তৈমুরের কাণ্ড দেখে আপ্লুত নেটাগরিকরাও। মন্তব্য বিভাগে ‘সইফিনা’র টিমকে ভালবাসা জানিয়েছেন তারা। মাত্র ৮ ঘণ্টায় এই ছবিতে সাড়ে চার লাখ লাইক।
শুধু যোগব্যায়াম নয়, রান্নাবান্নাতেও যথেষ্ট মন সইফ আলি খান এবং করিনার জ্যেষ্ঠপুত্রের। কিছুদিন আগেও কুকি তৈরি করেছিল সে। যেমন তেমন কুকি নয়। মা, বাবা, ভাই এবং নিজের আকৃতির কুকি রীতিমতো থালায় সাজিয়ে এনেছিল সে। ছেলের হাতে তৈরি নিজের ছোট্ট পরিবারকে দেখে আপ্লুত হয়েছিলেন করিনাও। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কারিনা।
ভয়েস টিভি/এসএফ
১০ এপ্রিল শনিবার ইনস্টাগ্রামে তৈমুরের একটি ছবি আপলোড করেছেন করিনা। দেখা যাচ্ছে, যোগব্যায়ামের মাদুরের ওপর শুয়ে রয়েছে তৈমুর। পরনে সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের প্যান্ট। চোখ বন্ধ করে রেখেছে সে। মাথার উপরে টানটান করে রাখা হাতগুলি।
ক্যাপশনে করিনা লিখেছেন, ‘যোগব্যায়ামের পর নিজেকে টানটান করছে না ঘুমনোর পর, সেটা কখনও বুঝতে পারবেন না’। এর পরেই দুটি হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
ছোট্ট তৈমুরের কাণ্ড দেখে আপ্লুত নেটাগরিকরাও। মন্তব্য বিভাগে ‘সইফিনা’র টিমকে ভালবাসা জানিয়েছেন তারা। মাত্র ৮ ঘণ্টায় এই ছবিতে সাড়ে চার লাখ লাইক।

শুধু যোগব্যায়াম নয়, রান্নাবান্নাতেও যথেষ্ট মন সইফ আলি খান এবং করিনার জ্যেষ্ঠপুত্রের। কিছুদিন আগেও কুকি তৈরি করেছিল সে। যেমন তেমন কুকি নয়। মা, বাবা, ভাই এবং নিজের আকৃতির কুকি রীতিমতো থালায় সাজিয়ে এনেছিল সে। ছেলের হাতে তৈরি নিজের ছোট্ট পরিবারকে দেখে আপ্লুত হয়েছিলেন করিনাও। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কারিনা।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ