Printed on Sat May 21 2022 6:35:29 AM

দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
দক্ষিণ আফ্রিকা সফরে
দক্ষিণ আফ্রিকা সফরে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। তার প্রথম বহর আজ দেশ ছাড়লো।

শুক্রবার বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে যাত্রা করা প্রথম বহরে ছিলেন দলের আটজন সদস্য।

প্রথম ফ্লাইটে যাচ্ছেন চার ক্রিকেটার এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, নাজমুল হোসেন শান্ত ও চার অফিসিয়ালরা হলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

রাতের ফ্লাইটে তামিম ইকবাল, মুশফিকুর রহিম সহ সিনিয়রদের যাওয়ার কথা রয়েছে। আর শেষ ধাপে কাল সকালে যাবেন আরো কয়েকজন ক্রিকেটার।

ওয়ানডের জন্য প্রস্তুতিতে ঘাটতি থাকলেও দল ভালো করবে  করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক এবং বর্তমান দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সাকিবের অনুপস্থিতি নিয়ে মাথা ঘামাতে চান না এ নির্বাচক।

টিম টাইগার দক্ষিণ আফ্রিকা পৌছে পরদিন থেকেই অনুশীলন করতে পারবে ।

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে। এবার ওরা সেরা ভেনুতেই খেলাগুলো দিচ্ছে। এবার ওরা বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ছন্দে আছে, সেটা যদি ধরে রাখতে পারি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তবে এই সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি।'

মার্চের ৩১ তারিখ থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।

দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ৮ এপ্রিল।

সাদা পোশাকে মাঠে নামার আগে অবশ্য ১৮, ২০ এবং ২৩ মার্চ এক দিবসীয় তিনটি ম্যাচ মাঠে গড়াবে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/69226
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ