Printed on Sun May 22 2022 12:35:36 AM

দুই পরিবারের বিরোধ, শিশুর ওপর কুকুর লেলিয়ে প্রতিশোধ!

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
লেলিয়ে
লেলিয়ে
দুই পরিবারে ঝগড়া চলছিল। তাদের চিৎকার চেঁচামেচি শুনে কাছেই চেন দিয়ে বাঁধা পোষা কুকুর গর্জন করছিল তারস্বরে। আচমকাই কুকুরটির মালিক চেন খুলে দেন। পিটবুল নামের হিংস্র কুকুরটি বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে প্রতিপক্ষের একটি শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে। রক্তাক্ত হয় শিশুটি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার বাদলপুর গ্রামে। ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পলাতক এক জন।

নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, দুই পরিবারের ঝগড়া চলাকালীন একটি ঘিয়ে রঙের পিটবুল কুকুর ছুটে এসে একটি শিশুকে আক্রমণ করছে। পিটবুল ঝাঁপিয়ে পড়তেই মাটিতে পড়ে যায় শিশুটি। দেখা যায় কুকুরটি তাঁর পা কামড়ে ধরেছে। দু’জন মহিলা কুকুরটিকে শিশুটির উপর থেকে সরানোর চেষ্টা করেও পারছেন না। শেষে কয়েক জন পুরুষ এসে লাঠি ও ব্যাট দিয়ে কুকুরটিকে মারতে থাকেন। আহত হয়ে কুকুরটি ফিরে যায় বাড়িতে। ভিডিওতেই দেখা যাচ্ছে কুকুরটির মালিক বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আছেন। কুকুরটি যখন শিশুটিকে আক্রমণ করে, তখনও তিনি বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে!

শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আহত শিশু ও কুকুরটির শুশ্রূষা চলছে। যিনি বারান্দায় দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেছেন, তাকে খুঁজছে পুলিশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63725
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ